সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পর্দার 'সিংহম'। যে উর্দিধারী পুলিশ আধিকারিককে দেখলে রাতের ঘুম ছুটে যায় খলনায়কদের। বাস্তবেও তেমনটাই ডাকাবুকো অজয় দেবগন। বলিউডের পর্দায় একাধিকবার দেশভক্তি উজাড় করে দিতে দেখা গিয়েছে অভিনেতাকে, আর এবার যখন ভারত-পাক সংঘাতে দেশে উত্তপ্ত পরিস্থিতি, তখন পাকিস্তানকে 'শায়েস্তা' করায় মোদিকে স্যালুট জানালেন 'সিংহম'।
পহেলগাঁও সন্ত্রাসের বদলা অপারেশন সিঁদুরের জয়গান গেয়ে অজয় দেবগন বললেন, "দেশের সেনাজওয়ান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকে কুর্নিশ জানাই, ওঁদের যেটা করার ছিল, করে দেখিয়েছে। অসংখ্য ধন্যবাদ।" বুধবার মুম্বইয়ের 'ক্যারাটে কিড: লেজেন্ডস'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছেলে যুগকে নিয়ে হাজির হয়েছিলেন অজয়। সেখানেই সেনাদের জয়গান গাইতে শোনা যায় তাঁকে। উল্লেখ্য, এই ছবির হিন্দি সংস্করণে লি ফংয়ের চরিত্রে কণ্ঠ দিয়েছে অজয়পুত্র। বলা বাহুল্য, এই কাজের মাধ্যমেই তার বলিউড ডেবিউ। আর জ্যাকি চ্যানের আইকনিক চরিত্র মিস্টার হ্যানের ভূমিকায় শোনা যাবে অজয়ের কণ্ঠ। সেই সিনেমার ট্রেলার লঞ্চে এসেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পর্দার 'সিংহম'। শুধু তাই নয়, দেশে যুদ্ধ জিগির পরিস্থিতি নিয়েও মুখ খুললেন অভিনেতা।
ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যখন সরগরম নেটপাড়া, 'দুষ্টু' প্রতিবেশী দেশকে শায়েস্তা করতে যুদ্ধ চাইছে একাংশ, তখন দুই দেশের যুদ্ধ বিরতি নিয়েও সোশাল মিডিয়ায় মিমের অন্ত নেই! ভারতীয়দের একাংশেরই এমন পদক্ষেপের তীব্র সমালোচনা জানিয়ে প্রায় 'যুদ্ধ দুন্দুভি' বাজিয়ে দেওয়ার জোগাড়! অনেকে প্রশ্নও তুলেছেন। দেশের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছুড়ে যারা যুদ্ধের বিপক্ষে সওয়াল করেছিলেন, এবার নেটপাড়ার সেসব নীতিপুলিশদের উদ্দেশে কড়া কথা অজয়ের। অভিনেতার সাফ কথা, "কেউ যুদ্ধ চায় না, তবে অন্য কোনও উপায় না থাকলে আর কী বা করার থাকে।"
