shono
Advertisement

Breaking News

Sunita Ahuja-Govinda

'ওকে নয় ওর টাকাকে ভালোবাসে', গোবিন্দার পরকীয়া নিয়ে বিস্ফোরক স্ত্রী সুনীতা

অভিযোগের তীর কার দিকে?
Published By: Arani BhattacharyaPosted: 08:59 AM Dec 25, 2025Updated: 08:59 AM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ শেষ হতে চললেও এই বছরের সবথেকে চর্চিত বিবাহবিচ্ছেদের গুঞ্জন এখনও থামেনি। বরং তা আরও বাড়ছে। আর সেই বিচ্ছেদের জল্পনা আর কাউকে নিয়ে নয়, তাঁরা হলেন বলিউডের অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা। যদিও সেই বিবাহবিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলেছিলেন সুনীতা। এবার এক সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুললেন তিনি।

Advertisement

এই বছরটা কেমন গিয়েছে তা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুনীতা বলেন, "এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দার পরকীয়া নিয়ে নানা আলোচনা শুনেছি। তবে আমি এটুকু বলতে পারি গোবিন্দার এই পরকীয়া যার সঙ্গে তিনি অভিনেত্রী নঞ্জ। তিনি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। ও কোনওভাবেই গোবিন্দাকে ভালোভাসেনা। ভালোবাসে শুধু ওর টাকাকে। আমি চাইনা ২০২৬ সাল্টাও আমাদের বিয়ে ভাঙার গুঞ্জনেই কাটুক। আমি চাই নতুন বছরতা আমাদের কাছে ভালো কিছু নিয়ে আসুক।

সুনীতা-গোবিন্দার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয় যখন সুনীতা তাঁর পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে একটি ভ্লগ বানান। সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ” আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দার সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা আমার শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনই ভালো থাকবে না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৫ শেষ হতে চললেও এই বছরের সবথেকে চর্চিত বিবাহবিচ্ছেদের গুঞ্জন এখনও থামেনি। বরং তা আরও বাড়ছে।
  • আর সেই বিচ্ছেদের জল্পনা আর কাউকে নিয়ে নয়, তাঁরা হলেন বলিউডের অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা।
  • সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুনীতা বলেন, "এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দার পরকীয়া নিয়ে নানা আলোচনা শুনেছি।"
Advertisement