shono
Advertisement
Sharman Joshi 3 Idiots Sequel

'থ্রি ইডিয়টস' সিক্যুয়েলে 'রাজু রস্তোগি'র চরিত্রে থাকছেন না শরমন! কী বললেন অভিনেতা?

'থ্রি ইডিয়টস' সিক্যুয়েলের কাজ কতদূর?
Published By: Sandipta BhanjaPosted: 08:27 PM Dec 24, 2025Updated: 08:27 PM Dec 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাসের গোড়াতেই জানা গিয়েছিল যে, ১৫ বছর বাদে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল আসতে চলেছে। চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও তৈরি। খুব শিগগিরিই নাকি এই ছবির সিক্যুয়েল নিয়ে আনতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। কতদূর এগোল রাজু-ব়্যাঞ্চো, ফারহানের 'ইয়ারিয়া'র কাজ? 'রাজু রস্তোগি' শরমন যোশিকে জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু অভিনেতা যা জবাব দিলেন, তা জানলে অবাক হবেন অনুরাগীরা!

Advertisement

২০০৯ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা 'থ্রি ইডিয়টস'। মাঝখানে বছর পনেরো পেরলেও ব়্যাঞ্চো-রাজু আর ফারহানের 'দোস্তি' ভোলেনি সিনেদর্শকরা। এবার ফের তাঁদের বন্ধুত্বের সমীকরণ ফিরে দেখার পালা। বলিউড মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, কাস্টিংয়ের কোনও হেরফের হচ্ছে না। পয়লা সিনেমার মতোই সিক্যুয়েলেও জুটি বাঁধছেন আমির খান আর করিনা কাপুর। অন্যদিকে ব়্যাঞ্চোর দুই বন্ধু রাজু রস্তোগি আর ফারহানের ভূমিকায় থাকছেন শরমন যোশি এবং আর মাধবন! চিত্রনাট্যের কাজ একেবারে চূড়ান্ত পর্যায়ে। এও শোনা গিয়েছিল যে, 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের গল্পে চমক রাখেছেন নির্মাতারা। সিক্যুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে ব়্যাঞ্চো-রাজু আর ফারহান। তার সঙ্গে হিরানি স্পেশাল কৌতুকরসও থাকছে ছবিতে।

জল্পনার মাঝে আবার প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, "ছাব্বিশ সালের মাঝামাঝি 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের শুটিং শুরু হবে। রিইউনিয়নের কথা ভেবে প্রত্যেকেই ভীষণ উচ্ছ্বসিত। টিমের সকলেই মনে করছেন পুরনো ম্যাজিক ফিরতে চলেছে। আর এই শুটিং যে আগেরবারের মতোই মজার হবে, এই বিষয়েও নিশ্চিত তাঁরা।" আদৌ কি তাই? 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েলের জন্য কতটা উচ্ছ্বসিত শরমন যোশি? সাংবাদিকের তরফে প্রশ্ন যেতেই পর্দার 'রাজু' বলছেন, "আশা করছি কাজটা হবে। তবে আমাকে এখনও জানানো হয়নি। এর আগেও উৎসবের মরশুমে শোনা গিয়েছিল যে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল আসছে। কিন্তু পরে জানা যায় সেটা একটা বিজ্ঞাপনী কাজ। আশা রাখছি, এবার গুঞ্জনটা সত্যি হোক।" সেখান থেকেই জল্পনার সূত্রপাত তাহলে কি 'রাজু রস্তোগি'র ভূমিকায় এবার শরমন যোশি বাদে অন্য কেউ থাকছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডিসেম্বর মাসের গোড়াতেই জানা গিয়েছিল যে, ১৫ বছর বাদে 'থ্রি ইডিয়টস'-এর সিক্যুয়েল আসতে চলেছে।
  • পর্দার 'রাজু' বলছেন, "আশা করছি কাজটা হবে। তবে আমাকে এখনও জানানো হয়নি।"
Advertisement