সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক এবং এজাজ খান যেন একে-অপরের সমার্থক। ২০২১ সালে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়ে টানা দু’বছর হাজতবাস করতে হয়েছিল তাঁকে। তেইশ সালে জামিন পেয়ে জেলের বাইরে এলেও তাঁকে নিয়ে বিতর্কের অন্ত নেই। নিজেকে 'নেটপ্রভাবী' বলে দাবি করা এজাজ খানের 'হাউস অ্যারেস্ট' শো ঘিরে এবার বিতর্ক তুঙ্গে! এসবের মাঝেই এক অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ধর্ষণের অভিযোগে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে তার পর থেকেই বেপাত্তা তিনি।
মুম্বই পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না এজাজ খানকে। মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের কাছে পুলিশ জানাল, একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এজাজকে পাওয়া যায়নি। ওঁর ফোন বন্ধ। বাড়িতে গিয়েও পাওয়া যায়নি এজাজকে। সোমবার মুম্বইয়ের চারখোপ থানায় 'বিগ বস' খ্যাত অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন জনৈক অভিনেত্রী। দাবি, ঘটনাটি ঘটে গত ২৫ মার্চ। ওইদিন এজাজ খান অভিনেত্রীর বাড়িতে আসেন। অভিনেত্রী বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে তাঁকে এজাজ ধর্ষণ করেন বলেই অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দেন। এভাবেই তারপর থেকে একাধিকবার যৌন মিলন হয় তাঁদের। অভিনেত্রীর দাবি, এজাজকে বিয়ের কথা বলেন। তাতে রাজি হননি অভিনেতা। এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি। জানা গিয়েছে, এজাজ খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৪(২)(এম), ৬৯ এবং ৭৪ ধারায় মামলা রুজু হয়েছে।
এদিকে বিতর্কের জেরে উল্লু অ্যাপ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে এজাজ খানের বিতর্কিত শো 'হাউস অ্যারেস্ট'। অভিযোগ, যৌনরসে ভরপুর এই শোয়ে প্রতিযোগী জুটিদের রকমারি ‘সেক্স পজিশন’ দেখাতে হয়। আর শোয়ের এমন অশ্লীল কন্টেন্টের ভিডিও ছড়িয়ে পড়তেই সরগরম নেটপাড়া। শিব সেনা (উদ্ধব শিবির), বজরং দলের তরফে এজাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দু’য়ে মিলে স্বাভাবিকভাবেই বেশ কোণঠাসা দশা এজাজের। তাঁর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
