সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চাশ ছুঁয়ে বলিউডে নতুন ইনিংস শুরু করলেন অক্ষয় খান্না (Akshaye Khanna)। শৈশব থেকেই আর পাঁচজন সেলেবসন্তানদের মতো লাইমলাইটে ছিলেন। কিন্তু তৎসত্ত্বেও ভাগ্যের পরিহাসে খান-কাপুরদের মতো বলিউডের পিচে ঝোড়ো ইনিংস উপহার দিতে পারেননি অক্ষয় (Akshay Kumar)। ক্যামেরার সামনে ক্ষুরধার পারফরম্যান্স দেওয়া সত্ত্বেও বলিউডের বাস্তুতন্ত্রে তাঁর শিকে ছেঁড়েনি! সেলেব পিতার সন্তান হওয়ার সুবাদে বারবার বাবা বিনোদ খান্নার স্টারডমের নীরিখে তাঁকে সমালোচিত হতে হয়েছে। তবে পঁচিশ সালেই যেন অক্ষয় খান্নার ফিল্মি কেরিয়ারের শাপমোচন ঘটল! বছরের শুরুতেই 'ছাবা' দিয়েই গর্জন ছুঁড়েছিলেন আর শেষটা করলেন 'ধুরন্ধর' দিয়ে। বর্তমানে সোশালপাড়া 'অক্ষয়-ময়'। এমন আবহেই চর্চায় অক্ষয় কুমারের সঙ্গে অক্ষয় খান্নার রসায়ন।
সিনেমার বাকি অভিনেতাদের তুলনায় 'ধুরন্ধর'-এর পুরো লাইমলাইটটাই যে এইমুহূর্তে অক্ষয় খান্নার উপর, তা বললেও অত্যুক্তি হয় না। বাবার মতো মসৃণ পথ না পেয়েও বারবার দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করে গিয়েছেন, তবুও স্টারডম শিকে ছেঁড়েনি তার ভাগ্যে। তবে চলতি বছরের দু'-দুটো সিনেমার মাধ্যমেই দাপুটে প্রত্যাবর্তন ঘটল অক্ষয় খান্নার। এককথায়, সিনেমহল থেকে নেটভুবনে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। সেই প্রেক্ষিতেই অনুরাগীদের আক্ষেপ, বলিউড এতদিন কেন লুকিয়ে রেখেছিল এমন রত্নকে? এমন আবহে নেটভুবনে ভাইরাল ২০১০ সালের সিনেমা 'তিস মার খান'। যেখানে অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে সেই সিনেমার ভরাডুবি হয়। এবার দেড় দশক বাদে 'ধুরন্ধুর' সাফল্যের আবহে আবারও চর্চায় দুই অক্ষয়ের 'তিস মার খান'।
সিনেমার একটি দৃশ্য নিয়ে নেটভুবনে আপাতত বিস্তর হইচই। যেখানে খিলাড়ি কুমার অক্ষয় খান্নাকে দেখিয়ে বলেছিলেন,'অস্কার লেভেল ম্যাটেরিয়াল।' অক্ষয় কুমারের সেই সংলাপ ধার করেই বর্তমানে মিমের বাহার সোশাল পাড়ায়। রসিকতা করে অনুরাগীরা বলছেন, 'অভিনেতা অক্ষয় খান্নাকে প্রথম আবিষ্কার করেছিলেন অক্ষয় কুমারই।' কারণ সংশ্লিষ্ট দৃশ্যে খিলাড়ি ভুয়ো পরিচালকের ভূমিকায় ধরা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই তাঁকে ধন্যবাদ জানিয়ে অক্ষয় খান্না অনুরাগীদের মন্তব্য, 'ভাগ্যিস আপনি গোটা দেশকে এমন একজন অভিনেতার সঙ্গে পরিচয় করিয়েছিলেন!' আর 'ধুরন্ধুর'-এর এহেন মিম দেখে পালটা রসিকতায় মজলেন খিলাড়ি নিজেও। এক্স হ্যান্ডেলে 'তিস মার খান' দৃশ্যের মিম শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন, 'হ্যাঁ আবিষ্কার আমার, কিন্তু তবুও কোনওদিন অহংকার করিনি।' এছাড়াও ধুরন্ধর-এর প্রশংসায় পঞ্চমুখ তিনি।
