shono
Advertisement
Huma Qureshi-Jaya Bachchan

'দরকারে ওদেরই মনে পড়ে', পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়ে জয়াকে খোঁচা হুমা কুরেশির!

জয়ার মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলিপাড়ার অনেকেই।
Published By: Arani BhattacharyaPosted: 07:28 PM Dec 13, 2025Updated: 07:30 PM Dec 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে 'অ্যাংরি ওম্যান' বললে ভুল হবে না। পাপারাজ্জিদের সঙ্গে তাঁর রীতিমতো আদায়-কাঁচকলায় সম্পর্ক। পাপারাজ্জিদের ফোনে তাঁকে ক্যামেরাবন্দি করা একেবারেই নাপসন্দ তাঁর। এই নিয়ে সাম্প্রতিককালে বিস্ফোরক মন্তব্য করেন জয়া। পাপারাজ্জিদের সংবাদমাধ্যম হিসেবে মানতে নারাজ তিনি তা সাফ জানিয়ে দেন। একইসঙ্গে তাঁদের শিক্ষা ও পোশাকআশাক নিয়েও প্রশ্ন তোলেন। জয়ার এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলিপাড়ার অনেকেই। এবার সেই তালিকায় নাম জুড়ল হুমা কুরেশির। 

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা বলেন, "আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে করা এই মন্তব্য ঠিক নয়। কারণ আমরাই তাঁদের বহু সময় নিজেদের প্রচারের জন্য ব্যবহার করি। আর তাই তারকাদের সঙ্গে তাঁদের একটা এমন সম্পর্ক রয়েছে যা সূক্ষ সুতোয় বাঁধা। আমার মনে হয় আমাদের জন্য তাঁরা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা একতরফা হয় না। অনেক সময় তারকারাও তাঁদের আলাদাভাবে ডাকেন নিজেদের প্রচারের জন্য। কাজেই আমি একেবারেই তাঁদের অপরাধী বলতে চাই না।"

একইসঙ্গে হুমা বলে, "তবে পাপারাজ্জিদের একটা নেতিবাচক দিক অবশ্যই রয়েছে। কিছু কিছু সময় তাঁরা তারকাদের অনেক ব্যক্তিগত বিষয়ে নাক গলায় এবং এমন কিছু অ্যাঙ্গেলে ছবি তোলে যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। একজন অভিনেত্রী হিসেবে আমাকে এরকম অনেক কিছুরই মুখোমুখি হতে হয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে হুমা বলেন, "আমার মনে হয় না পাপারাজ্জিদের নিয়ে করা এই মন্তব্য ঠিক নয়।"
  • "আমরাই তাঁদের বহু সময় নিজেদের প্রচারের জন্য ব্যবহার করি।"
  • "অনেক সময় তারকারাও তাঁদের আলাদাভাবে ডাকেন নিজেদের প্রচারের জন্য।"
Advertisement