সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের 'অ্যাকশন হিরো' এই প্রজন্মের অভিনেতাদেরও মারপিটের দৃশ্যে দশ গোল দেবেন! স্টান্টের মারপ্যাঁচ তাঁর ভালোই জানা। তবে এবার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কিনা সেই 'অ্যাকশন গুরুর'ই বড় বিপত্তি ঘটল! চোখে মারাত্মক চোট পেলেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
সূত্রের খবর, 'হাউজফুল ৫'-এর (Housefull 5) সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে। শিডিউল ব়্যাপ আপ করতে আর মাত্র দিন কয়েক বাকি। তাই সেটে আপাতত দক্ষযজ্ঞ পরিস্থিতি। চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। সেখানেই স্টান্ট করতে গিয়ে আচমকা কোনও জিনিস অক্ষয়ের চোখে ঢুকে যায়। তড়িঘড়ি চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে। তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে অভিনেতাকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেন। যদিও সেটে বাকি তারকারা শুটিং চালিয়ে গিয়েছেন এদিন। কেমন রয়েছেন এখন খিলাড়ি? জানা গিয়েছে, চোখে মারাত্মক চোট পেলেও যত দ্রুত সম্ভব শুটিংয়ে ফিরতে চান অক্ষয় কুমার। কারণ আর কয়েক দিনের কাজ বাকি। তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না সুপারস্টার খিলাড়ি।
'হাউসফুল ৫' সিনেমার স্টার কাস্ট তাক লাগিয়ে দেওয়ার মতো। অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ, শ্রেয়স তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, সঞ্জয় দত্ত, নার্গিক ফাকরি, জ্যাকি শ্রফ, ফারদিন খান, দিনো মরিয়া, জনি লিভার, নানা পাটেকর, চিত্রাঙ্গদা সিং-সহ আরও অনেকে। চলতি বছরের গোড়ার দিকে ৪০ দিনের শিডিউলে বিদেশের নানা লোকেশনে শুটিং হয়েছে। নিউক্যাসেল, স্পেন, নরম্যান্ডি-সহ একাধিক জায়গায়। ২০২৫ সালের ৬ জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা 'হাউসফুল ৫' ছবির। তবে অক্ষয় কবে সুস্থ হয়ে শুটে ফিরছেন? সেদিকেই টিমের সকলের নজর আপাতত।