shono
Advertisement
Malaika Arora

ছেলের বন্ধুর প্রেমে হাবুডুবু মালাইকা! 'কচি মাথা খাচ্ছেন?' খোঁচা নেটিজেনদের

নতুন প্রেমিক নিয়ে কী বলছেন মালাইকা?
Published By: Akash MisraPosted: 12:18 PM Dec 12, 2024Updated: 12:25 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকার মনে অল্প বয়সি প্রেমিকই পছন্দ! হ্যাঁ, এমনটাই বলছে, নেটপাড়া। নিন্দুকদের কথাই, বয়স বেশি আরবাজের সঙ্গে সংসার টেকেনি। দুম করেই ডিভোর্স। আর সেই সময়ই 'মুন্নি'র জীবনে অর্জুনের এন্ট্রি। ব্যস 'বদনাম' হওয়া শুরু। সেই অর্জুনও মালাইকার হাঁটুর বয়সি। তবুও দেখুন, কয়েক বছরের জমা প্রেম টিকল না। আর তাঁর নেপথ্যে নাকি অর্জুনের থেকেও ছোট প্রেমিক খুঁজে পেয়েছেন মালাইকা। আর সেই প্রেমিক আবার তাঁর ছেলে আরহানের স্টাইলিস্ট এবং বন্ধু! মানেই মেরেকেটে ছেলের বয়সি! আর সেই স্টাইলিস্টের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন এই বলিউড সুন্দরী।

Advertisement

গপ্পোটা শুরু হয়, সোশাল মিডিয়ার হাত ধরেই। কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মালাইকার একটা ভিডিও। যেখানে দেখা গিয়েছে ছেলের স্টাইলিস্ট রাহুলের সঙ্গে একটি রেস্তরাঁর থেকে বের হচ্ছেন মালাইকা। আর সেই ভিডিও দেখার পর থেকেই হইচই বলি অন্দরে। নেটিজেনরা মালাইকাকে খোঁচা মেরে বলছেন, ফের বাচ্চার মাথা খাচ্ছেন! তা বলে ছেলের বন্ধু। অনেকে তো মালাইকাকে বেহায়া বলেও কটাক্ষ করছেন।

অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই স্পষ্ট মুখ খোলেননি মালাইকা। তবে মাঝে মধ্য়েই সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিতে দেখা যায় মালাইকাকে। এবারও করলেন তাই। সম্প্রতি ইনস্টা স্টোরিতে মালাইকা লিখলেন, তাঁর সম্পর্কের স্টেটাস। যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্যে দিয়েই উড়িয়ে দিয়েছেন। মালাইকা যে ছবিটি আপলোড করেছেন, সেখানে রয়েছে তিনটি অপশন, ইন আর রিলেশনশিপ আর সিঙ্গল এবং হাসির ইঙ্গিত। মালাইকা বাছলেন শেষের অপশনই!

তবে নিন্দুকরা বলছেন, মালাইকার এহেন পোস্ট একেবারেই মনভোলানো। রাহুলের গপ্পটা লোকাতেই নাকি এসব পোস্ট। তবে ভিডিও ভাইরাল হলেও, এসব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন মালাইকা ও রাহুল দুজনেই।

এক সাক্ষাৎকারে মালাইকার সঙ্গে ব্রেকআপ নিয়ে বলতে গিয়ে অর্জুন বলেন, ”একাকিত্ব এই প্রথম নয়, ২০১৪ সালে মায়ের মৃত্যুর পর থেকেই আমার অভ্যাস হয়ে গিয়েছে। এই সময়টাই নিজেকে তৈরি করেছি। অভিনেতা হয়েছি। কাজ আমাকে ব্যস্ত রাখত। তাই একাকীত্ব আমাকে গ্রাস করতে পারেনি।” মালাইকাকে ইঙ্গিত করে অর্জুন বলেন, ”তবে সম্প্রতি যেটা, যেভাবে ঘটেছে, তা সম্মাজনকভাবেই হয়েছে। তাই একাকিত্ব থাকলেও, দুঃখ এবং হতাশাটা কম। তবে এটা বুঝতে পেরেছি, সেলফ কেয়ার অত্যন্ত জরুরি। এটা নিজেকে এগিয়ে নিয়ে যায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে নিন্দুকরা বলছেন, মালাইকার এহেন পোস্ট একেবারেই মনভোলানো।
  • যেখানে স্পষ্ট মালাইকা বিষয়টাকে হাসির মধ্যে দিয়েই উড়িয়ে দিয়েছেন।
Advertisement