সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারো দিন আগেই নিজের জন্মদিন পালন করেছেন টলিউড সুপারস্টার। আর বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর জিৎকন্যা (Jeet) পা দিল বারো বছরে। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার সংসার আলো করে জন্ম নেয় নবন্যা মদনানি। আর এবার সেই খুদে কৈশরের দুয়ারে। দেখতে দেখতে বারো বছরে পা দিল নবন্যা (Navanya)। সেই প্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় আবেগপ্রবণ বার্তা দিলেন টলিউড সুপারস্টার।
সিনেমার প্রচার ছাড়া লাইমলাইটে থাকা তাঁর নাপসন্দ। তাঁকে আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' বললেও অত্যুক্তি হয় না। কাজের অবসরে স্ত্রী এবং সন্তানদের সঙ্গে সময় কাটান জিৎ। এবার মেয়ের জন্মদিনে একেবারে মিষ্টি পারিবারিক মুহূর্ত তুলে ধরলেন টলিউড সুপারস্টার। একমাত্র কন্যা বলে কথা! জিৎ-মোহনার নয়নমণি নবন্যা। মেয়ের সঙ্গে ভিডিও শেয়ার করে এদিন টলিউড তারকা সোশাল মিডিয়ায় লিখেছেন, "এখন বুঝতে পারি কেন মা-বাবা বলতেন- 'নিজে যখন বাবা হবি, তখন বুঝবি...' ১২-১২-১২ তারিখের পর থেকে আজও সেই অনুভূতি উপলব্ধি করে চলেছি। তুই আমাদের জীবনে আসার পরে এই কথার অর্থ বুঝতে শিখেছি। স্বার্থহীন ভালোবাসা ম্যাজিকের থেকে কোনও অংশে কম নয়! সন্তান না হলে এই অনুভূতি বলে বোঝানো অসম্ভব। তোকে পেয়ে আমরা সত্যিই ধন্য। আমার মা-বাবা, ঈশ্বর সকলকে ধন্যবাদ। তোকে সোনালী জন্মদিনের শুভেচ্ছা।"
বারো বছরের মেয়েও জিতের শিক্ষিকা। কীভাবে? নবন্যার জন্মদিনে নিজেই ফাঁস করলেন সেকথা। জিৎ জানিয়েছেন, "জেন জেড এবং জেন আলফা প্রজন্ম সম্পর্কে অনেক কিছু শিখছি তোর কাছ থেকে। এত দ্রুত শেখা যদিও কঠিন। তবে আমি প্রতিজ্ঞা করছি, আমি চেষ্টা করব।" নবন্যার জন্মদিনে আবেগপ্রবণ ভিডিও এবং শুভেচ্ছা বার্তা দেখে 'ফ্যামিলি ম্যান' জিৎকে বাহবা দিয়েছেন অনুরাগীরাও।