সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ'-এর পয়লা ঝলকে আইনজীবী চেত্তুর সি শংকরণ নায়ারের ভূমিকায় রগরগে সংলাপে তাক লাগিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। শংকরণ ছিলেন প্রকৃত অর্থে একজন দেশপ্রমিক আইনজীবী এবং ব্রিটিশ শাসনের তীব্র সমালোচক। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে যিনি তৎকালীন ব্রিটিশ সরকার জেনারেল ও'ডায়ারের বিরুদ্ধে মামলা লড়েছিলেন। ইতিহাস কি তাঁকে মনে রেখেছে? সম্প্রতি কংগ্রেস সরকারকে তোপ দেগে প্রশ্ন তোলেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর।
এক্স হ্যান্ডেলের পোস্টে চন্দ্রশেখর দাবি করেছিলেন, "কংগ্রেস রাজবংশ নিজেদের স্বার্থ রক্ষার জন্য শঙ্করণ নায়ার, সুভাষ চন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং ডঃ আম্বেদকরের মতো খ্যাতনামা ব্যক্তিত্বদের অবহেলা করেছে।" তাঁর দাবি, বেশ কায়দা করে ইতিহাস থেকে কংগ্রেস তার দলের পূর্বসূরীদের মুছে ফেলেছে। বলাই বাহুল্য, এখানে গেরুয়া শিবিরের নেতার নিশানায় গান্ধী পরিবার। এবার 'কেশরী ২'-এর প্রচারে এসে রাজীব চন্দ্রশেখরের মন্তব্যের প্রেক্ষিতে বড় কথা বলে ফেললেন অক্ষয় কুমার। যিনি পর্দার 'সি শংকরণ নায়ার'।
সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কারও নাম না নিয়েই অক্ষয় কুমারের শ্লেষ, "আমি চাই ওঁরা অন্তত একবার 'কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ' সিনেমাটা দেখুক আর নিজেদের ভুলগুলো বুঝুক। বাকি কথা তো ওদের মুখ থেকে আপনাআপনি বেরিয়ে আসবে। আর এবার ক্ষমার বন্যা বইবে।" এরপরই খিলাড়ির সংযোজন, "আমার মনে হয়, ব্রিটিশ সরকার. কিং চার্লস সকলের এই সিনেমাটা দেখা উচিত।" অক্ষয় কি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকেই নিশানা করলেন এমন মন্তব্যে? অভিনেতার জবাব, "আমি ইতিহাসবিদ নই। আমি একজন অভিনেতা মাত্র। আর এই সিনেমাটা একটি বই অবলম্বনে তৈরি। সেটা পড়ে যা বুঝেছি এবং বাবার কাছ থেকে যা কিছু শুনেছি, 'কেশরী চ্যাপ্টার ২' এই সব কিছুরই সংমিশ্রণ। এর বাইরে কে কী বলছে, কোন রাজনীতিবিদ কী বলছেন? আমি সেসবে যাচ্ছি না। আমরা এই ছবিটি তৈরি করেছি এবং আমি চাই, মানুষ অন্তত বুঝতে পারুক আদতে কী ঘটেছিল?"
