সদ্য বিদেশে বিবাহবার্ষিকী উদযাপন করে সোমবার রাতে মুম্বইতে পা রেখেছেন। আর বিমানবন্দর থেকে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়ি। ঘটনাস্থল থেকে ভাইরাল হওয়া ছবি-ভিডিওতে দেখা যায়, খিলাড়ির নিরাপত্তাবলয়ের একটি গাড়ি উলটে গিয়েছে। আর সেই গাড়ির ধাক্কায় সামনের অটো একেবারে দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে বড় গাড়ির নিচে চাপা পড়ে গিয়েছে! স্বাভাবিকভাবেই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর অক্ষয়-টুইঙ্কলের জন্য উদ্বিগ্ন অনুরাগীশিবির। এমন আবহে খিলাড়ির কাছে ক্ষতিপূরণ দাবি করল ওই অটোচালকের পরিবার।
মুম্বই পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট দুর্ঘটনায় দু'জন আহত হয়েছেন। জানা গিয়েছে, অক্ষয়ের নিরাপত্তাবলয়ের একটি গাড়ি পিছন থেকে ওই অটোরিকশায় ধাক্কা মারলে সেটি উলটে গিয়ে সামনের গাড়িতে গিয়ে ধাক্কা মারে এবং ভেঙেচুরে তার কিছুটা অংশ ওই গাড়ির নিচে ঢুকে যায়। যার জেরে গুরুতর আহন হন ওই অটোচালক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এবার সেপ্রসঙ্গেই সংবাদসংস্থা এএনআই-এর কাছে মুখ খোলেন ওই অটোচালকের ভাই মহম্মদ সমীর। দাদার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
মহম্মদ সমীরের মন্তব্য, ঘটনাটা রাত ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে ঘটে অক্ষয় কুমারের জুহুর বাংলোর সামনে। সেসময়ে আমার দাদা অটো চালিয়ে এক যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিচ্ছিলেন। তখনও অক্ষয় কুমারের ইনোভা এবং মার্সিডিজ গাড়ি দুটি দাদার অটোর পিছনেই ছিল। কিন্তু আচমকাই পিছনের গাড়ি এসে ধাক্কা মারে। ফলে যাত্রীসমেত আমার দাদা ছিটকে গিয়ে পড়েন ওই বড় গাড়ির পাশে। পুরো অটোরিকশাটা দুমড়ে-মুচড়ে গিয়েছে এবং আমার ভাইয়ের অবস্থাও খুব আশঙ্কাজনক। ওরা আমাদের ঘটনাস্থল থেকে চলে যেতে বলেছিল। কিন্তু আমার একটাই অনুরোধ, আমার ভাইয়ের চিকিৎসা যেন ঠিকঠাক হয়। এবং ক্ষতিগ্রস্ত অটোটি মেরামতের জন্য যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা আর কিচ্ছু চাই না!" এবার প্রশ্ন, কে বা কারা ঘটনাস্থল থেকে আহত অটোচালককে চলে যেতে বলেছিল? যদিও বলিপাড়ায় এই দুর্ঘটনা নিয়ে নানারকম ত্বত্ত্ব ঘুরে বেড়াচ্ছে, তবে খবর, অটোয় ধাক্কা মারা ওই দুটি গাড়ির কোনওটিতেই খিলাড়ি কিংবা টুইঙ্কল খান্না ছিলেন না। তারকা দম্পতি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছেন।
