সোমবারই দেব-শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে জানিয়েছিলেন যে, এইপ্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। ছাব্বিশ সালে টলিপাড়ার পুজো রিলিজের ভিড়ে অন্যতম চমক 'দেশু ৭'। কারণ অতীতের বিতর্ক, মান-অভিমান ঝেড়ে ফেলে দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে এবারের পুজোর পর্দা। আর সেই প্রাক্তন 'সেলেব জুটি'র প্রত্যাবর্তনেই সিঁদুরে মেঘ দেখছে টলিপাড়ার বাকি পুজো রিলিজগুলি! কারণ পুজোর বক্স অফিস মহারণে জিততে দশ মাস আগেই বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দুই প্রযোজক-অভিনেতা (দেব-শুভশ্রী)। প্রযোজনা সংস্থার তরফে সদ্যপ্রাপ্ত আপডেট বলছে, এহেন উন্মাদনা অবিশ্বাস্য! অধিকাংশ হল হাউসফুল।
আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা জিইয়ে রাখলেও দেশু জুটি সোমবার বেলা ৩টে থেকে অগ্রিম বুকিং শুরু করেছেন। আর তাতেই নাকি 'গোল্ড টিকিটে'র গগনচুম্বী চাহিদা। মাত্র একদিনে ৩৫১২টি টিকিট বিক্রি হয়েছে। তারকাজুটির শেয়ার করা পোস্টে দাবি, সল্টলেক, বারাসত থেকে চন্দননগর, বহরমপুরের নির্ধারিত হলের সব টিকিট মুহূর্তের মধ্যে শেষ। যদিও বেশ কিছু প্রান্তের প্রেক্ষাগৃহের আসন এখনও ভরেনি, তবে এহেন গতি বজায় থাকলে সেটাও যে খুব বেশিদিন পড়ে থাকবে না, তা বলাই বাহুল্য। যদিও অগ্রিম বুকিং, হাউসফুল ত্বত্ত্ব নিয়ে টলিপাড়ায় সর্বদা নানা মুনির নানা মত বহাল থাকে! তবে দশ মাস আগেই অগ্রিম বুকিং শুরু করাতে যে বাকি পুজো রিলিজগুলির বক্স অফিস ভাঁড়ার নিয়ে যে একটা উদ্বেগের সৃষ্টি হবে, তা বলাই বাহুল্য। এর পর শুরু হবে স্লট পাওয়ার প্রতিযোগিতা। ফি বছর প্রাইম টাইমে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে শো পাওয়া নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় টলিপাড়ায়। একাংশ আবার 'মাৎস্যন্যায়ে'র অভিযোগও তোলেন। তবে দেশুর অগ্রিম বুকিংয়ের ঝড়ে অনেকেই এবার প্রশ্ন তুলেছেন, বাংলা সিনেমার স্বার্থ দেখিয়ে আদৌ কি বাংলা সিনেপাড়ায় সুস্থ প্রতিযোগিতা বহাল থাকছে?
উল্লেখ্য, প্রথমটায় শোনা গিয়েছিল চলতিবারের পুজোর বক্স অফিসে লড়াইটা দেব বনাম জিৎ হতে চলেছে। তবে দুই সুপারস্টারের ছবির প্রযোজনা সংস্থা এক হওয়ায় জিতের সিনেমা রিলিজের দিনক্ষণের হেরফের হতে পারে বলে কানাঘুষো। এক্ষেত্রে নির্ধারিত সময়ের একমাস আগে আগস্টের পর্দাতেই বিপ্লবী রূপে ঝাঁপিয়ে পড়তে পারেন জিৎ। রিলিজ তালিকার আরেক স্ট্রং প্রতিদ্বন্দ্বী 'একেনবাবু'। তিনি এবার রহস্য উন্মোচনে পুরুলিয়ায় যাচ্ছেন। রইল বাকি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। তেইশ সালের বক্স অফিসে কাঁপন ধরানোর পর এবারের পুজোতে বহুরূপী আসছে সোনায় মুড়ে। তবে দৈব ক্যালেন্ডারের কোপে বক্স অফিসে 'সোনায় ফলে' কিনা, চোখ থাকবে সেদিকে।
