shono
Advertisement

Breaking News

Sonam Kapoor

উন্মুক্ত স্ফীতোদর, ফের মা হতে চলা সোনমের ফ্যাশনিস্তা লুকে 'ফিদা' নেটভুবন! কবে ভূমিষ্ঠ হবে সন্তান?

কালো পোশাকে সেজেছেন সোনম। তবে চিরাচরিত ম্যাক্সি ড্রেস নয় বরং তার বদলে 'অল ব্ল্যাক' বডি ফিটেড পোশাকেই নজর কাড়লেন আনন্দঘরনি।
Published By: Arani BhattacharyaPosted: 06:36 PM Jan 20, 2026Updated: 06:36 PM Jan 20, 2026

চল্লিশের দোরগোরায় এসে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলেছেন সোনম কাপুর। প্রথমবারের মতোই এবারেও চেটেপুটে মাতৃত্বের এই জার্নি যে তিনি বেশ উপভোগ করছেন সে কথা বলাই বাহুল্য। গত বছর শেষের দিকে হঠাৎই দানা বাঁধে সোনমের দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন। অবশেষে নভেম্বরে সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন সোনম। নিজের দ্বিতীয়বার মা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। এবার নিজের মেটারনিটি লুকের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেই বুঝিয়ে দিলেন তিনি এই অধ্যায় ঠিক কতটা উপভোগ করছেন।

Advertisement

আর সেখানেই দেখা যাচ্ছে কালো পোশাকে সেজেছেন সোনম। তবে চিরাচরিত ম্যাক্সি ড্রেস নয় বরং তার বদলে 'অল ব্ল্যাক' বডি ফিটেড পোশাকেই নজর কাড়লেন আনন্দঘরনি। নিজের উন্মুক্ত স্ফীতোদর সেই পোস্টের মাধ্যমেই সকলের সামনে তুলে ধরলেন সোনম। অন্তঃসত্ত্বা অবস্থায় সোনমের এহেন লুক দেখে সকলেই বেশ প্রশংসা করেছেন। বোন রিয়া কাপুর ও সানায়া কাপুরের স্টাইলিংয়েই সেজেছিলেন সোনম। কালো ক্রপ টপ, কালো ট্রেঞ্চ কোট ও কালো পেনসিল-ফিট ম্যাক্সি স্কার্টে হবু মা সোনম বরাবরের মতোই সেই ফ্যাশনিস্তা লুকে ধরা দিলেন। কোমরে পরেছেন একটি চেন। উন্মুক্ত স্ফীতোদরের সঙ্গে যা কয়েকগুণ নজর কেড়েছে। সঙ্গে পারফেক্ট মেকআপ, মিনিমাল গয়না ও খোলা চুলে সোনম যেন অপরূপা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'মাম্মাস ডে আউট।'  

 

এদিন হবু মা সোনমের এহেন রূপ দেখে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন সিনেদুনিয়ার একাধিক ব্যক্তিত্ব। উল্লেখ্য, গত নভেম্বরেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন সোনম। গত ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন অভিনেত্রী। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম। চলতি বছরের আগস্ট মাসে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন অভিনেত্রী। এরপরই গত অক্টোবরে মুম্বইয়ে নবরাত্রির তোড়জোড়ের মাঝে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেন অনিল কাপুরকন্যা। সোনমের ছবি দেখে নেটিজেনরা ধারণা করছেন যে, খুব তাড়াতাড়িই তাঁর ও আনন্দ আহুজার ঘর আলো করে আসবে নতুন সদস্য। যদিও এই নিয়ে তেমন কিছু জানাননি সোনম নিজে। কবে ভূমিষ্ঠ হবে সোনমের দ্বিতীয় সন্তান তা আনুষ্ঠানিকভাবে জানাননি অভিনেত্রী। আপাতত এই মুহূর্তে তিনি ব্যস্ত দ্বিতীয়বার মাতৃত্বের এই জার্নি উপভোগ করতেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement