shono
Advertisement
Alia Bhatt Kiara Advani

প্রথম প্রেম কি ভোলা যায়? প্রাক্তন সিদ্ধার্থের সন্তানের জন্য আগাম পোশাক পাঠালেন আলিয়া

স্বামীর প্রাক্তন প্রেমিকার উপহার পেয়ে কী বললেন হবু মা কিয়ারা?
Published By: Sandipta BhanjaPosted: 09:35 PM Jun 04, 2025Updated: 09:35 PM Jun 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তনের সঙ্গে ভালোবাসা ঘুচলেও বন্ধুত্ব অটুট, বিটাউনে এমন উদাহরণের অন্ত নেই। প্রাক্তনের সঙ্গে বর্তমানকে নিয়ে উদ্দাম পার্টি করা তাঁদের কাছে জলভাল! অতীতের তিক্ততা ভুলে একে-অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। সিদ্ধার্থ-আলিয়াও তার ব্যতিক্রম নন। ২০১২ সালের প্রেম ভেঙে যায় ২০১৭ সালে। তবে সিড-কিয়ারার বউভাতে সেজেগুজে শাশুড়িকে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। এবার প্রাক্তন সিদ্ধার্থ মালহোত্রার সন্তান হওয়ার আগেই পোশাক পাঠালেন আলিয়া ভাট। এদিকে স্বামীর প্রাক্তন প্রেমিকার তরফে উপহার পেয়ে খুশিতে ডগমগ হবু মা কিয়ারা।

Advertisement

বাচ্চাদের পোশাক বিপননী সংস্থার মালকিন আলিয়া ভাট। সেই প্রেক্ষিতেই বলিউডের সমস্ত হবু মায়েদের সন্তানের জন্য আগাম উপহার পাঠান অভিনেত্রী। বাদ পড়লেন না প্রাক্তন সিদ্ধার্থের স্ত্রী কিয়ারাও। উপহার সমেত এক মিষ্টি বার্তাও লিখেছেন কাপুরবধূ। সেই চিঠিতে লেখা- "প্রিয় কিয়ারা, নতুন এই জার্নিতে তোমাকে অসংখ্য শুভেচ্ছা আর আলিঙ্গন। বেশ কিছু আরামদায়ক উপহার একসঙ্গে পাঠালাম। নিজের যত্ন নিও। যতটা পারো বিশ্রাম নাও।" পালটা আলিয়ার পাঠানো উপহারের ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন কিয়ারা আডবানিও। এদিকে মেয়ে রাহা এবং স্বামী রণবীর কাপুরকে নিয়ে এখন আলিয়ার সুখের ঘরকন্না। কিন্তু আজও প্রাক্তনের এক উপহার বিড়াল সযত্নে রেখে দিয়েছেন অভিনেত্রী।


গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। যে তাঁরা মা-বাবা হতে চলেছেন। মা-বাবা হওয়ার খবর দিয়ে তারকাদম্পতি বলেছিলেন, ‘জীবনের সবথেকে দামি উপহার।’ সঙ্গে শেয়ার করেছিলেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকাদম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরি সন্তান আসছে বলে জানান সিদ্ধার্থ-কিয়ারা। সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দেন বলিউডের সহকর্মীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই নতুন ইনিংসের জন্য সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানান। বাবা হওয়ার আনন্দে খুশিতে ডগমগ বলিউডের ‘শেরশাহ’ও। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি জয়সলমেঢ়ে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেললেন তাঁরা। বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দেন সিদ্ধার্থ-কিয়ারা। দুই থেকে তিন হতে চলেছেন বলিউডের তারকাদম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাক্তন সিদ্ধার্থ মালহোত্রার সন্তান হওয়ার আগেই পোশাক পাঠালেন আলিয়া ভাট।
  • এদিকে স্বামীর প্রাক্তন প্রেমিকার উপহার পেয়ে খুশিতে ডগমগ হবু মা কিয়ারা।
Advertisement