সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়াভাবেই সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর এবং আলিয়া ভাট (Alia Bhatt)। গত দুবছরে তারকাদম্পতির জীবন অনেকটা বদলেছে। সংসারে নতুন সদস্য এসেছে। কাজের পাশাপাশি মেয়ে রাহাই এখন রণবীর-আলিয়ার একমাত্র ধ্যানজ্ঞান। সম্প্রতি মেয়েকে নিয়ে প্রথমবার আউটডোর শুটেও গিয়েছিলেন 'সুপারমম' আলিয়া। তবে অভিনেত্রী যে বিয়ের পর নামটা কাগুজেভাবে বদলে ফেলেছেন, সেই খবরটা কাউকে দেননি এযাবৎকাল। এবার কপিল শর্মার শোয়ে সেই খবর ফাঁস করলেন আলিয়া।
বলিউডের অনেক অভিনেত্রীই রয়েছেন যাঁরা বিয়ের পর নিজের নামের পাশে স্বামীর পদবীও যোগ করেছেন। সেই তালিকায় করিনা কাপুর খান, ঐশ্বর্য রাই বচ্চনদের মতো অনেকেই রয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়াও সেই পথেই হেঁটেছিলেন। তবে বছর দুয়েক আগে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে নামের পাশ থেকে দুটো পদবীই সরিয়ে নেন তিনি। এবার আলিয়া ভাট জানালেন, তিনি পিতৃদত্ত পরিচয়ের পাশে শ্বশুরবাড়ির 'কাপুর' পদবী যোগ করেছেন কাগুজেভাবে। সেই খবরও ফাঁস হল 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' সিজন ২-এর ট্রেলারে। কপিলের শোয়েই অভিনেত্রী বিয়ের পর প্রথমবার নিজেকে আলিয়া ভাট কাপুর বলে পরিচয় দেন। সেখানে 'জিগরা' ছবির প্রচারের জন্যই হাজির হয়েছিলেন তিনি। শোয়ের সুনীল গ্রোভারের সঙ্গে কথোপকথনে তিনি জানান যে, অফিশিয়ালি তিনি কাপুর পদবী নিজের নামের পাশে যোগ করেছেন।
'কাপুর বাড়ির বউমা' বর্তমানে গ্লোবাল স্টার। করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' এখন বলিউডের 'ক্যুইন'। দ্বিতীয় ছবি 'হাইওয়ে' থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt)। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। জিগরা' সিনেমার ট্রেলারেও ক্ষুরধার অবতারে দেখা গিয়েছে আলিয়াকে। নেপোটিজম কটাক্ষের শিকার হওয়ার পরও তিনি যে ক্রমশই নিজের পারফরম্যান্সে নিন্দুকদের চুপ করিয়ে বলিউডের 'বস লেডি' হয়ে উঠছেন, তা বলাই বাহুল্য।
