shono
Advertisement
Maha Shivratri 2025

শিবরাত্রিতে মন্দিরে ভণ্ড সাধুদের খপ্পড়ে আমিশা প্যাটেল! তারপর..., হুলুস্থুল কাণ্ডের ভিডিও ভাইরাল

নিরাপত্তারক্ষীদের তৎপরতায় মুক্তি পেলেন নায়িকা!
Published By: Sandipta BhanjaPosted: 06:01 PM Feb 26, 2025Updated: 06:01 PM Feb 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মহাশিবরাত্রি উদযাপনে মেতেছে গোটা দেশ। আমজনতার পাশাপাশি সেলেবরাও শিবপুজোয় মগ্ন। কেউ সপরিবারে বাড়িতে তো কেউ বা আবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে দুধাভিষেক করছেন। এদিন অভিনেত্রী আমিশা প্যাটেলও (Ameesha Patel) সেরকমই মুম্বইয়ের জুহু এলাকার এক মন্দিরে গিয়েছিলেন শিবরাত্রি (Maha Shivratri 2025) উপলক্ষে। সেখানেই বাঁধে গোল! 'ভন্ড সাধু'দের পাল্লায় পড়তে হয় অভিনেত্রীকে। তারপর...? হুলুস্থুল সেই কাণ্ডের ভিডিও ভাইরাল।

Advertisement

ঠিক কী ঘটেছে? শিবরাত্রি উপলক্ষে স্নিগ্ধ সাজে জুহুর শিবমন্দিরে গিয়েছিলেন আমিশা প্যাটেল। 'কহো না প্যায়ার হ্যায়' অভিনেত্রীকে দেখেই সেলফি, ছবি তোলার ভিড় শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, পুজো করতে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত কিছুতেই যেতে পারছিলেন না আমিশা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, সাধুবেশী তিন-চার জন প্রায় ছেঁকে ধরেছেন অভিনেত্রীকে। এরপরই আমিশার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। মন্দিরে আগত অপেক্ষারত পুণ্যার্থীদের নিয়ে তাঁদের ভ্রুক্ষেপের লেশমাত্র নেই! এদিকে আমিশা হাসিমুখেই তাঁদের আবদার মেটাচ্ছেন। ফলে ভিড় বাড়তে শুরু করে মন্দির চত্বরে। এরপরই যারপরনাই বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীরা ওই সাধুবেশী লোকদের প্রায় ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেন। ক্যামেরাবন্দি ওই মুহূর্ত আপাতত নেটপাড়ায় দেদার গতিতে ভাইরাল। যে দেখে নেটপাড়ার একাংশ 'ভেকধারী' সাধুদের দেখে রেগে কাঁই! তাঁদের একাংশের মন্তব্য, 'সাধুসন্তদের আবার হিরোইনদের সঙ্গে এত ছবি তোলার কী আছে?' কেউ বলছেন, 'অন্য পুণ্যার্থীরা যে লাইনে রয়েছেন পুজো দেওয়ার জন্য, সেদিকে কোনও খেয়াল নেই এই সাধুদের।' অনেকে আবার 'ঢঙ্গি বাবা', 'ভণ্ড সাধু' বলে দাগিয়ে দিলেন তাঁদের।

ভাইরাল ভিডিওতে দেখা গেল, ছবি তুলতে আসা ওই সাধুসন্তদের সরিয়ে দিয়ে নিরাপত্তারক্ষীরা অভিনেত্রীকে মন্দিরের ভিতরে যাওয়ার উপায় করে দিলেন। পালটা তাঁদের ধন্যবাদও জানাতে ভুললেন না আমিশা প্যাটেল। শিবরাত্রি উপলক্ষে অভিনেত্রীকে দেখা গেল একেবারে ছিমছাম সাজে। পরনে তাঁর গোলাপি সালোয়ার। তাতে জরির কাজ করা। সঙ্গে কোনও গয়না পরেননি। হালকা মেকআপ। মুক্তকেশী আমিশাকে দেখে মুগ্ধ হতে হয় যে, ৪৯ বসন্ত পেরিয়েও কীভাবে এমন লাবণ্য ধরে রেখেছেন চেহারায়?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শিবরাত্রি উপলক্ষে স্নিগ্ধ সাজে জুহুর শিবমন্দিরে গিয়েছিলেন আমিশা প্যাটেল।
  • 'কহো না প্যায়ার হ্যায়' অভিনেত্রীকে দেখেই সেলফি, ছবি তোলার ভিড় শুরু হয়। সাধুবেশী তিন-চার জন প্রায় ছেঁকে ধরেছেন অভিনেত্রীকে।
  • যারপরনাই বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীরা ওই সাধুবেশী লোকদের প্রায় ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেন।
Advertisement