সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফি বছর জয়া বচ্চনকে নিয়ে 'লালবাগচা রাজা'র দর্শনে যান অমিতাভ বচ্চন। বছরখানেক আগে পর্যন্ত সেই পুজোমণ্ডপে কোনও না কোনও দিন সপরিবারে ধরা দিতেন শাহেনশা। তবে চলতি বছর সেই রীতিতে ছেদ পড়েছে! সম্ভবত বার্ধক্যজনিত কারণেই লালবাগের সমুদ্রপ্রমাণ ভিড়ে যাননি অমিতাভ। তবে নিজে সশরীরে উপস্থিত না থাকলেও গণপতি আরাধনার জন্য চাঁদা পাঠাতে ভোলেননি। বলিউড মাধ্যম সূত্রে খবর, লালবাগের এবারের গণেশপুজোর জন্য ১১ লক্ষ টাকা চাঁদা দিয়েছেন অমিতাভ বচ্চন। আর সেই খবর চাউর হতেই বিগ বি'র কর্তব্যবোধ নিয়ে সমালোচনার ঝড়!
দাদরের লালবাগের পুজো মানেই বিশেষ আকর্ষণ। প্রতিবার গণেশ চতুর্থী থেকে দশ দিন এই ঐতিহ্যবাহী পুজো দেখতে হাজির করেন লক্ষ লক্ষ মানুষ। বলিউড তারকারাও বাদ যান না। সেই পুজো কমিটিতেই চেকের মাধ্যমে ১১ লক্ষ টাকা চাঁদা পাঠিয়েছিলেন বিগ বি। যেটা লালবাগচা রাজা সর্বজনিক গণেশোৎসব মন্ডলের সচিব সুধীর সালভির হাতে তুলে দেওয়া হয় শাহেনশার টিমের পক্ষ থেকে। আর সেই ভিডিও নেটাপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়তে হল অমিতাভকে। একাংশ বিগ বি'কে মনে করিয়ে দিলেন বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের কথা। কেউ বা আবার প্রশ্ন ছুড়লেন, 'লালবাগের মতো বড় পুজো কমিটিকে ১১ লক্ষ টাকা চাঁদা দিচ্ছেন, আর বানভাসি পাঞ্জাবের বেলায় শূন্য?' কারও মন্তব্য, 'এই টাকাটা তো পাঞ্জাবেও দিতে পারতেন, অন্তত কটা মানুষ খেতে পারত।' আবার কেউ বলছেন, 'পাঞ্জাবের কয়েকটা পরিবার দত্তক নিতেন এই কঠিন সময়ে, তাহলেই তো গণপতির সেবা হত।' এহেন নানা মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া।
প্রসঙ্গত, গত ৩৭ বছরের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। লাগাতার অতিভারী বৃষ্টির জেরে জলের নিচে চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় তারকামহলের অনেকেই পাঞ্জাবের জন্য উদ্বেগপ্রকাশ করে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, তার মাঝে লালবাগের পুজোয় অমিতাভের ১১ লক্ষ টাকা চাঁদাকে অনেকেই ভালো নজরে নেননি।
