সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্যাঁটের কড়ি খরচ করে দেখতে এসেছেন লিওনেল মেসিকে। সেখানে অনুষ্ঠান চলাকালীন ফুটবলের রাজপুত্রকে দাঁড় করিয়ে অজয় দেবগন, টাইগার শ্রফকে সংবর্ধনা? রেগে কাঁই ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকমহল! অতঃপর মেসির সামনেই জনতার রোষানলে পড়তে হল বলিউডের দুই অভিনেতাকে। যে ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটভুবনে দাবানল গতিতে ভাইরাল।
শনিবার যুবভারতী বিশৃঙ্খলার পর মেসির হায়দরাবাদ এবং মুম্বই সফরের দিকে নজর ছিল ক্রীড়াপ্রেমীদের। দুই মেট্রো সিটিতেই মেসির গোট কনসার্ট নিয়ে বিস্তর চর্চা বর্তমানে। কিন্তু ওয়াংখেড়ের অনুষ্ঠান কি আদতেই সুপারহিট? নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিও দিল অন্য ইঙ্গিত। দেখা গেল, অনুষ্ঠানের মাঝে 'প্রজেক্ট মহাদেব'-এর মুখ হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশ যখন অজয় দেবগন এবং টাইগার শ্রফকে 'যুব আইকন' বলে সম্বোধন করে উত্তরীয় পরিয়ে দিচ্ছিলেন, তখন মঞ্চের একপাশে শান্তমুখে দাঁড়িয়ে ছিলেন সুয়ারেজ এবং মেসি। আর তাতেই আপত্তি তোলেন গ্যালারিতে থাকা দর্শকরা। বলিউডের দুই অভিনেতাকে এড়িয়ে 'মেসি, মেসি' বলে চিৎকার করা শুরু করেন। তাঁদের একাংশের দাবি, 'আমরা মেসির জন্য এসেছি, কেন বলিউড তারকাদের দেখব?' আর সেই ভিডিওই বর্তমানে নেটভুবনে ভাইরাল।
প্রসঙ্গত, রবিবার গোট কনসার্টের শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। সেখানে সুনীল ছেত্রী হেডে গোলও করেন। পরে মেসিও পেনাল্টি নেন। নিখুঁত পেনাল্টি যখন জালে জড়াল, মেতে উঠল গ্যালারি। এখানেই শেষ নয়। দর্শকদের জন্য রোমাঞ্চ তখনও বাকি ছিল। কারণ এরপর আর্জেন্টাইন রাজপুত্র বলে শট নিয়ে সোজা পাঠান দোতলার গ্যালারিতে। এরপর অনেকবার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন কুড়ালেন। সেই সময় বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও।
এর আগে অবশ্য নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার হিসাবে সুনীল ছেত্রীকে তুলে দিয়েছিলেন মেসি। সুনীলের পাশাপাশি ছিলেন নিখিল পূজারি, রাহুল ভেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। এসেছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ বলিউডের একাধিক তারকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও সস্ত্রীক হাজির ছিলেন ওয়াংখেড়েতে। মাঠের পাশে যে বিশাল তাঁবু তৈরি করা হয়েছিল, ভিআইপি-রা সেখানে আসন গ্রহণ করেছিলেন।
