shono
Advertisement
Anirban Bhattacharya

দেবের 'রঘু ডাকাত' ছবিতে বাম্পার চমক! কোন ভূমিকায় থাকছেন অনির্বাণ?

দেবের 'রঘু ডাকাত'-এ অনির্বাণ ভট্টাচার্য! জল্পনা তুঙ্গে।
Published By: Sandipta BhanjaPosted: 08:15 PM Jan 27, 2025Updated: 08:15 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ' ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে। বছর চারেক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে? টলিউডের অন্দরে জোর গুঞ্জন। সম্প্রতি, দেব (Dev) প্রযোজিত তথা নিবেদিত 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান' রিলিজের প্রাক্কালে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) শুভেচ্ছা জানিয়েছিলেন। জল্পনার সূত্রপাত সেখান থেকেই। তবে এবার মোক্ষম খবর, 'রঘু ডাকাত' পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে।

Advertisement

এদিকে নতুন বছরের শুরুতেই 'রঘু ডাকাত' লুকে কৌতূহলের পারদ চড়িয়েছেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ। নিষ্ঠুর চোখ দেখে দেবের পরবর্তী রিলিজের জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শক-অনুরাগীরা। পঁচিশের পুজোর মহাচমক 'রঘু ডাকাত'। বর্তমানে ছবির প্রি প্রোডাকশন চলছে পুরোদমে। দিন কয়েক আগেই পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টিম মিটিং সেরেছেন দেব। সূত্রের খবর, এবার অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চরিত্রে কাস্ট করতে চাইছেন নির্মাতারা। জানা গিয়েছে, 'রঘু ডাকাত'-এ অভিনেতাকে খলচরিত্রে দেখা যেতে পারে। যদিও নির্মাতারা এই বিষয়ে এখনই খোলসা করতে চাইছেন না, তবে দেব-অনির্বাণকে একফ্রেমে পাওয়ার জল্পনা সত্যি হলে দর্শক-অনুরাগীদের জন্য় যে তা মহাপাওনা হবে, সেটা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, দেব-ধ্রুব জুটি এর আগেও 'গোলন্দাজ'-এ চমক দিয়েছে, এই পিরিয়ড ড্রামার ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা হলফ করে বলা যায়। ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব। দেবের সঙ্গে শুটিংয়ের তারিখ নিয়েও আলোচনা হয়েছে। এমনকী, মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হওয়ার কথা। তা নিয়েই রেইকি চলছে আপাতত। এসবের মাঝেই শোনা গেল, 'রঘু ডাকাত'-এ খলচরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। কবে জল্পনায় সিলমোহর পড়বে? নজর থাকবে সেদিকে। তবে কাকতালীয় বিষয় 'গোলন্দাজ'-এর পর এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

২০২১ সালে ঠিক কালীপুজোর আগে ‘রঘু ডাকাত’ তৈরির কথা ঘোষণা করেছিলেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ তারপর দীর্ঘ চার বছরের অপেক্ষা। এসভিএফ ও দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবি কি আদৌ তৈরি হবে? এই নিয়ে তৈরি হয় সংশয়। পঁচিশের পয়লা জানুয়ারি সেই সংশয় মিটেছে। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে 'রঘু ডাকাত'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় 'গোলন্দাজ' ছবিতে একফ্রেমে দেখা গিয়েছিল দেব-অনির্বাণকে।
  • বছর চারেক বাদে আবারও এক ছবিতে দেখা যাবে দুই অভিনেতাকে? টলিউডের অন্দরে জোর গুঞ্জন।
  • 'রঘু ডাকাত' পরিচালক, প্রযোজকদ্বয়ের সঙ্গে প্রাথমিকস্তরে অনির্বাণের কথা হয়েছে।
Advertisement