সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও তিনি 'একেন', কখনও তিনি 'লালমোহন গাঙ্গুলি'। সম্প্রতি তাঁকে সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে নেতিবাচক চরিত্রে দেখেছেন দর্শক। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। তাঁর কাজ, অভিনয় নিয়ে যতই আলোচনা হোক না কেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা হয় না কোনও দিনই।
নিজের ব্যক্তি জীবনকে লাইমলাইটে আড়ালেই রাখতেই পছন্দ করেন অভিনেতা। তাই এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও অভিনেত্রীর নাম জড়াতে শোনা যায়নি। নিজে সব সময়ই চারিদিকে একটি গন্ডি কেটে রাখেন। সম্প্রতি এমনটাই এক পডকাস্টে এসে জানালেন অভিনেতা।বিয়ে করেছিলেন। কিন্তু সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। আট বছরের বিয়ে ভাঙে। তারপর অনেক দিন হল তিনি একাই রয়েছেন। আবারও কি নতুন করে সংসার সাজাতে ইচ্ছা হয় না তাঁর? জীবনকে নতুন করে সাজানোর শখ হয় না তাঁর?
উত্তরে তিনি বলেন, "আমি বিয়েতে বিশ্বাসী নই এমনটা নয়। কিন্তু আমি আর বিয়ে করতে চাই না।" একা থাকা অনেকটা অভ্যাসের মতো। সেই অভ্যাস কারও ভালো লেগে গেলে তখন নতুন করে আবার কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করা কঠিন। তা বলে প্রেমে যে অনির্বাণের আস্থা নেই তেমনটা একেবারেই নয়। তাই ৮ বছরের সংসার ভাঙার পর এখন আর বিয়ে বা কোনও সম্পর্কে জড়াতে রাজি নন অভিনেতা।
