সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকাতে নবতম সংযোজন নিঃসন্দেহে অঙ্কুশ হাজরা। 'শিকারপুর' কিংবা 'মির্জা' ছবিতেই সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। এবার খবর, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবির 'ভিলেন' হওয়ার পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় অভিনেতাকে দেখা যাবে রোম্যান্টিক হিরোর অবতারে। 'হেমলক সোসাইটি'র সিক্যুয়েল 'কিলবিল সোসাইটি'তে স্বল্পদৈর্ঘ্যের হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অঙ্কুশ।

কীরকম? কৌশানির সঙ্গে অঙ্কুশের এক রোম্যান্টিক ঝলক থেকেই আসলে জল্পনার সূত্রপাত। মঙ্গলবারই টাকিতে 'রক্তবীজ ২'-এর শুটিং শুরু করেছেন অভিনেতা। চিত্রনাট্য হাতে ছবি পোস্ট করে নিজেই জানিয়েছেন সেখবর। যে 'গোবিন্দ' দাঁত মাজত না, সে এবার ভয়ানক খলনায়কের ভূমিকায় অ্যাকশনের মারপ্যাঁচ দেখাবেন নন্দিতা-শিবুর ফ্রেমে। 'রক্তবীজ'-এর 'আইটেম বয়'-এর অনুরোধ ফেলতে না পেরে একটা আস্ত সিক্যুয়েলের গল্প ফেঁদে ফেলেছিলেন 'টলিপাড়ার হিটমেশিন' পরিচালক জুটি। মঙ্গলে 'ভিলেন'-এর কেরামতি দেখিয়ে এবার বুধে কৌশানি মুখোপাধ্যায়ের রোম্যান্টিক নায়ক হিসেবে ধরা দিলেন অঙ্কুশ। জানা গেল, 'কিলবিল সোসাইটি'তে অভিনেত্রীর প্রেমিক হিসেবে দেখা যাবে তাঁকে। টলিপাড়ার 'মির্জা' নিজেই সেই খবরে সিলমোহর বসিয়ে জানিয়েছেন, পরিচালক সৃজিতের অনুরোধেই এক অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। অতঃপর দেব-জিতের পাশাপাশি অঙ্কুশও যে টলিপাড়ার 'লম্বা দৌড়ের ঘোড়া', তা বেশ বোঝা যাচ্ছে।
মন্থর গতিতে হলেও টলিউডের পিচে যে নিজেকে ক্রমেই পোক্ত পারফর্মার হিসেবে প্রমাণ করে দিচ্ছেন অঙ্কুশ, তা বলাই বাহুল্য। টলিপাড়ার 'মির্জা' কখনও মারকাটারি অ্যাকশন হিরো। কখনও আবার রোম্যান্টিক নায়ক। আবার কখনও কারও গল্পের 'ভিলেন'। প্রযোজক হিসেবেও পথচলা শুরু করেছেন। অঙ্কুশের ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি যে বর্তমানে তুঙ্গে, তা বলাই বাহুল্য। এবার অপেক্ষা ১১ এপ্রিলের। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে সৃজিতের 'কিলবিল সোসাইটি'। দুঁদে পরিচালকের ফ্রেমে কৌশানির বিপরীতে কেমন চমক দেন 'রোম্যান্টিক' অঙ্কুশ? নজর থাকবে সেদিকে।
প্রসঙ্গত, 'কিলবিল সোসাইটি'তে অতিথি চরিত্রে দেখা যাবে একঝাঁক অভিনেতাকে। সেই তালিকায় অঙ্কুশের পাশাপাশি রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, অঙ্গনা বসু, রোশনি ভট্টাচার্য, সোমক ঘোষরা।