shono
Advertisement
Anupam Roy Prashmita Paul

'সোহাগে-আদরে' অনুপম-প্রশ্মিতার দাম্পত্যের ১ বছর, কর্তা-গিন্নির কণ্ঠে 'ভালোবাসি তোমাকে'

বিয়ের প্রথম জন্মদিনে কী পরিকল্পনা দম্পতির?
Published By: Sandipta BhanjaPosted: 04:32 PM Mar 02, 2025Updated: 04:32 PM Mar 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে 'সোহাগে-আদরে' দাম্পত্যের এক বসন্ত পার করে ফেললেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল (Anupam Roy, Prashmita Paul)। ২০২৪ সালের ২ মার্চ ছিমছামভাবেই আইনি মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বাংলা সঙ্গীতজগতের দুই তারকা। শিল্পী দম্পতি যদিও লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে কী পরিকল্পনা তাঁদের, অনুরাগীদের সেই কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। রবিবার, ছুটির দিন। বিয়ের প্রথম জন্মদিনটা কীভাবে উদযাপন করছেন অনুপম-প্রশ্মিতা?

Advertisement

জানা গেল, বিয়ের মতোই প্রথম বিবাহবার্ষিকীও সাদামাটাভাবেই পালন করবেন তাঁরা। উদযাপনের আতিশয্য নেই। তবে রয়েছে কাছের মানুষদের নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা। শনিবার রাতে ছিল অনুপম রায়ের লাইভ কনসার্ট। আর সেই অনুষ্ঠানের জন্যই বিশেষ কিছু আয়োজন সারতে পারেননি। গায়ক জানিয়েছেন, মা-বাবাই কেবল আসবেন তাঁদের বাড়িতে। সকলে একসঙ্গে আড্ডা দেবেন। আর উপহার বিনিময়? এক্ষেত্রেও মিষ্টি দাম্পত্যের কথা জানা গেল। স্ত্রী প্রশ্মিতার জন্য হলুদ রঙের শাড়ি কিনেছেন অনুপম। আর সুক্ষ্ম সুতোর কাজ করা পাঞ্জাবী স্বামীকে উপহার দিনেছেন প্রস্মিতা। স্ত্রী প্রশ্মিতার প্রশংসাতেও পঞ্চমুখ গায়ক। সংবাদমাধ্যমের কাছে অনুপম জানিয়েছেন, রান্নাবান্না, লৌকিকতা থেকে চাকরী সামলে রেওয়াজ করা সবটাই সুগৃহিণীর মতো সামলে নিচ্ছেন মিষ্টি গায়িকা। কর্তা-গিন্নির সম্প্রতি তাঁদের কণ্ঠে 'ভালোবাসি তোমাকে' গানটি প্রকাশ্যে এনেছেন। 

অনুপম রায়ের তৃতীয়বার ঘর বাঁধা নিয়ে সোশাল মিডিয়াতেও কম চর্চা হয়নি। বিয়ের পর গায়কের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নতুন সংসারের ঝলক তেমন দেখা যায়নি। কাজের আপডেটই প্রাধান্য পেয়েছে সেখানে। প্রশ্মিতার ক্ষেত্রেও তাই। তবে নবদম্পতি যে গুছিয়ে সংসার করছেন, সেকথা তাঁরা নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমের কাছে। অনুপম-প্রস্মিতা দুজনেই গানের জগতের মানুষ। আর সেই সূত্রেই পরিচয়। গতবছর সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে প্রস্মিতা জানিয়েছিলেন, এক স্টুডিওতে তাঁদের প্রথম দেখা হয়। তখন থেকেই বন্ধুত্ব। সম্পর্ক শুরু হয় প্রায় এক বছর আগে। প্রস্তাব সেভাবে কেউ কাউকে দেননি ঠিকই তবে দুজনেই জানতেন এক অপরকে ভালোবেসে ফেলেছেন। তাঁদের দুই পরিবারের পক্ষ থেকেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশ্মিতা জানিয়েছিলেন, অনুপম এত বড় একজন স্টার। তবে কখনও এই স্টারডম দুজনের সম্পর্ককে প্রভাবিত করেনি। তাঁর কথায়, “অনুপমকে যাঁরা চেনেন, তাঁরা জানেন ও খুব সাধারণ ও ভালো মনের একজন মানুষ। ওঁর যে এই সেলিব্রিটি সত্ত্বা, স্টারডম সেটা অন্তত ব্যক্তিগত জীবনে নেই।” অনুপমকে সাপোর্টিভ স্বামী বলেও জানিয়েছিলেন প্রশ্মিতা। এবার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেখতে দেখতে 'সোহাগে-আদরে' দাম্পত্যের এক বসন্ত পার করে ফেললেন অনুপম রায় এবং প্রশ্মিতা পাল।
  • জানা গেল, বিয়ের মতোই প্রথম বিবাহবার্ষিকীও সাদামাটাভাবেই পালন করবেন তাঁরা।
  • উদযাপনের আতিশয্য নেই। তবে রয়েছে কাছের মানুষদের নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা।
Advertisement