shono
Advertisement
Anurag Kashyap

'ব্রাহ্মণদের উপরে মূত্রত্যাগ করি', বিতর্কিত মন্তব্যে ক্ষমাপ্রার্থী অনুরাগের প্রতিজ্ঞা, 'আর হবে না'

ফের নতুন করে ব্রাহ্মণ সমাজের কাছে ক্ষমা চাইলেন অনুরাগ কাশ্যপ।
Published By: Sandipta BhanjaPosted: 01:56 PM Apr 22, 2025Updated: 03:26 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনন্ত মহাদেবনের আগামী ছবি 'ফুলে'র বিরুদ্ধে ব্রাহ্মণ সমাজকে কালিমালিপ্ত করার অভিযোগ উঠতেই প্রতিবাদে সরব হয়েছিলেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। সেন্সরের কোপে পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে তিনি যে ভাষায় প্রতিবাদ করেন, সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনুরাগের পোস্টে জনৈক নেটিজেন তাঁকে আক্রমণ করেন। তার পালটা পরিচালক লেখেন, 'ব্রাহ্মণদের উপরে আমি মূত্রত্যাগ করি... সমস্যা আছে?' এরপরই বিতর্ক তুঙ্গে! শুক্রবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপরই অবশ্য ক্ষমা চেয়েছিলেন পরিচালক। এবার আরও একবার মাথা নত করে নিলেন নিজের শব্দচয়নের জন্য।

Advertisement

গত শনিবার চানক্য সেনা, সর্বব্রাহ্মণ মহাসভা, ব্রাহ্মণ সেবা সংঘ, অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা, বিশ্ব ব্রাহ্মণ পরিষদ এবং অখিল ভারতীয় ব্রাহ্মণ সংঘের তরফে একজোট হয়ে অনুরাগের বিরুদ্ধে একটি ভারচুয়ালি বৈঠক করা হয়। বৈঠকের পর চাণক্য সেনার প্রধান পণ্ডিত সুরেশ মিশ্র বলেন, "অনুরাগ কাশ্যপের মন্তব্য দুর্ভাগ্যজনক। ব্রাহ্মণের বিরুদ্ধে কুমন্তব্য নিয়ে শিক্ষা দেওয়া উচিত।" তাই শাস্তিস্বরূপ তাঁর মুখে কালি মাখানোর নিদান দেওয়া হয়। যে এই কাজ করতে পারবে তার জন্য ১ লক্ষ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করে ব্রাহ্মণী সেনা। এবার আরও বিপাকে পড়তেই ফের ক্ষমা চাইলেন পরিচালক।

ছবি ফাইল

ইনস্টা পোস্টে অনুরাগের মন্তব্য, "আমি রাগের বশে অন্য একজনকে জবাব দিতে গিয়ে নিজের মান-মর্যাদার কথা ভুলে গিয়েছিলাম। আর পুরো ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে খারাপ কথা বলে ফেলেছি। সেই সমাজ, যার অধিকাংশ আমার জীবনের সঙ্গে জুড়ে রয়েছে। এখনও অনেক অবদান রয়েছে তাঁদের আমার জীবনে। আজ তাঁরা সকলে আমার এহেন মন্তব্যে কষ্ট পেয়েছেন। আমার নিজের পরিবার আমার কথায় 'আহত' হয়েছে। অনেক বুদ্ধিজীবী, যাঁদের আমি সম্মান করি, তাঁরা আমার রাগের বশে করা শব্দচয়ন নিয়ে ভীষণ কষ্ট পেয়েছেন। আমি নিজেই এমন মন্তব্য করেছি, যা আসল ইস্যু থেকে অনেককে দিকভ্রষ্ট করেছে। আমি মন থেকে সকলের কাছে ক্ষমা চাইছি। সমাজের সকলের কাছে ক্ষমাপ্রার্থী, কারণ আমি এমন কথা বলতে চাইনি। রাগের বশে অন্য কাউকে উত্তর দিতে গিয়ে জঘন্য টিপ্পনি কেটেছি!"

সেই পোস্টেই পরিচালকের সংযোজন, "আমার সমস্ত বন্ধু, পরিবার-পরিজন সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমার বলার ধরন, শব্দচয়ন খুব খারাপ ছিল। ভবিষ্যতে যেন এমন না ঘটে, সেদিকে খেয়াল রাখব। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে শিখব। আর যদি কোনও ইস্যুতে সরব হই, তাহলে যথাযথ শব্দ প্রয়োগ করে প্রতিবাদ করব। আশা করি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
  • তারপরই অবশ্য ক্ষমা চেয়েছিলেন পরিচালক।
  • এবার আরও একবার ব্রাহ্মণ সমাজের কাছে মাথা নত করে নিলেন নিজের শব্দচয়নের জন্য।
Advertisement