shono
Advertisement
Bipasha Basu-Aparajita Aadhya

বিপাশার স্থূল শরীর নিয়ে কটাক্ষ, নেটিজেনদের 'নোংরামি'কে ধুয়ে দিলেন অপরাজিতা আঢ্য

থাকুক না টলি-বলির ভৌগলিক দূরত্ব, তাতে কী? এক বঙ্গকন্যার পাশে দাঁড়ালেন আরেক বঙ্গকন্যা। 
Published By: Arani BhattacharyaPosted: 07:40 PM May 24, 2025Updated: 07:40 PM May 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রোলিং বর্তমান সময়ে যেন একটা সাধারণ বিষয়। সাধারণ মানুষ তো বটেই, ট্রোলিংয়ের জেরে সবচেয়ে বেশি জর্জরিত তারকারা। বলিউড হোক বা টলিউড ট্রোলিং যেন পিছু ছাড়ে না অভিনেতা-অভিনেত্রীদের। আর এই মুহূর্তে মারাত্মক ট্রোলের শিকার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বলিউডের প্রথম সারিতে থাকা তন্বী ও আবেদনময়ী এই অভিনেত্রীর চেহারায় এসেছে স্বাভাবিকভাবেই মা হওয়ার পর অনেক পরিবর্তন। তবে তিনি যে তাঁর জীবনের এই সময়টা ভীষণভাবে উপভোগ করছেন তা বোঝা যায়। নিজের চেহারা, ওজন বৃদ্ধি কোনও কিছু নিয়েও ভাবিত নন নায়িকা। কিন্তু তা বললে কী চলে? তাঁকে নিয়ে রীতিমতো আলোচনা সভা বসিয়েছে নেটিজেনরা।

Advertisement

বিপাশার সেকাল ও একাল, ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি কোনওরকম মেকআপ ছাড়া রাস্তায় বেরিয়েছিলেন বিপাশা। ব্যস, ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল। কেউ যেন মেনেই নিতে পারছেন না তাঁর চেহারার এই গড়ন। এমনটাও সম্ভব! ভঙ্গিমায় মন্তব্য ধেয়ে এসেছে অভিনেত্রীর দিকে। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। থাকুক না টলি-বলির ভৌগলিক দূরত্ব, তাতে কী? এক বঙ্গকন্যার পাশে দাঁড়ালেন আরেক বঙ্গকন্যা। 

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অপরাজিতা আঢ্য বলেছেন, "কিছু মানুষ রয়েছেই শুধুমাত্র কমেন্ট বক্সে খারাপ কথা বলার জন্যই। এদের একেবারেই পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই। ওঁরা তো সুযোগ পেলে রবীন্দ্রনাথকে নিয়েও কুমন্তব্য করে। কিছু মানুষ রয়েছেন যাঁদের বিকৃত মস্তিস্ক। এদের কোনওভাবেই গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমি সেই কারণেই আমার সোশাল মিডিয়ায় সমস্ত কমেন্টবক্স বন্ধ করে রেখেছি। কারণ নোংরামিকে গুরুত্ব দিতে আমার রুচিতে বাধে।" নিজের কাজ, নাচের স্কুল ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী অপরাজিতা। এর আগে তাঁকেও হতে হয়েছে সোশাল মিডিয়ায় 'বডিশেমিং'য়ের শিকার। কিন্তু সেসবকে যে একেবারেই পাত্তা দেননা অভিনেত্রী তা তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। নিজের মতো করেই জীবনটা বাঁচতে ভালোবাসেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এই মুহূর্তে মারাত্বক ট্রোলের শিকার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু।
  • বলিউডের প্রথম সারিতে থাকা তন্বী ও আবেদনময়ী এই অভিনেত্রীর চেহারায় এসেছে স্বাভাবিকভাবেই মা হওয়ার পর অনেক পরিবর্তন।
  • নিজের চেহারা, ওজনবৃদ্ধি কোনও কিছু নিয়েও ভাবিত নন নায়িকা।
Advertisement