সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দা হয়ে ওয়েব সিরিজ- সর্বত্র অপরাজিতা আঢ্যর অবাধ বিচরণ। অপরদিকে দেবচন্দ্রিমা সিংহরায়ও ইদানীং টলিউড থেকে বলিউডে একযোগে চুটিয়ে কাজ করছেন। এবার এই দুই অভিনেত্রীকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। কোনও ধারাবাহিক, ওয়েব সিরিজ নাকি ছবি- কোথায় একসঙ্গে কাজ করছেন তাঁরা?

নবাগত পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তাঁর নতুন ছবি। সেই ছবিতেই অপরাজিতা আঢ্য ও দেবচন্দ্রিমা সিংহরায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। তবে এই ছবির হাত ধরেই বড়পর্দায় পরিচালনায় পা রাখছেন পাভেল।
বরাবরই বড়পর্দায় কাজ করার ইচ্ছা ছিল পাভেলের। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ছোটপর্দার সফল ধারাবাহিক 'হরগৌরী পাইস হোটেল'-এর পরিচালক পাভেলের। নিজের নতুন ছবিতে সম্পর্কের সমীকরণ নিয়ে গল্প বুনছেন পরিচালক। জানা যাচ্ছে আগামি মাস থেকে ছবির শুটিং শুরু করবেন তিনি।
উল্লেখ্য ফেব্রুয়ারিতে নিজের জন্মদিনের আগে গুরুদেবের আদেশে কুম্ভে গিয়েছিলেন অপরাজিতা। ফিরে এসে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করেছেন বসন্ত উৎসব। সদ্য শেষ করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বিজ্ঞাপনী ছবির শুটিংপর্ব। পাশাপাশি শুরু করেছেন ছবির কাজও। অন্যদিকে দেবচন্দ্রিমা সম্প্রতি বিদেশে ভ্যাকেশনে গিয়েছিলেন । বেড়ানোর ছবিতে ভরেছে তাঁর সোশাল মিডিয়া পেজ। ছুটি কাটিয়ে তিনিও কাজে ফিরেছেন। নবাগত পরিচালক পাভেলের ছবিতে তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কীরকম হবে তা জানার অপেক্ষা রইল আমাদের।