shono
Advertisement
AR Rahman

শিবস্তুতির সুর 'চুরি' রহমানের! ২ কোটি টাকা জরিমানা করল হাই কোর্ট

জরিমানা দিতে হবে প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকেও।
Published By: Biswadip DeyPosted: 01:15 PM Apr 27, 2025Updated: 01:45 PM Apr 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্বস্তিতে অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল তাঁকে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগে দায়ের হয়েছিল। সেই মামলাতেই দিল্লি হাই কোর্টে জরিমানা ধার্য করা হল রহমান ও ছবিটির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে।

Advertisement

বিচারপতি প্রতিভা এম সিং গত ২৫ এপ্রিল জানিয়ে দেন, যে গানটি নিয়ে অভিযোগ উঠেছে সেটি কেবল শিবস্তুতি থেকে অনুপ্রাণিত নয়, হুবহু একই রকম। বিচারপতি বলেন যে, এটি ভগবান শিবের উদ্দেশে নিবেদিত ভক্তিমূলক রচনার মূল রচয়িতাদের অধিকারের লঙ্ঘন। সেই কারণে প্রয়াত শিল্পীর পরিবারকে ২ লক্ষ টাকা দিতে হবে। পাশাপাশি ওটিটি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যেখানেই এই ছবিটি রয়েছে তার ক্রেডিট স্লাইডে জুনিয়র ডাগার ব্রাদার্স অর্থাৎ দুই প্রয়াত সহোদর নাসির ফৈয়াজউদ্দিন ডাগার ও জাহিরউদ্দিন ডাগারের নাম থাকতে হবে।

প্রসঙ্গত, জাহিরুদ্দিনের ছেলে উস্তাদ ফৈয়াজ ওয়াসিফউদ্দিন ডাগার ২০২৩ সালে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ ছিল, তাঁর বাবা ও কাকার রচনা ‘শিবা স্তুতি’র সুর অবিকল গ্রহণ করেছেন রহমান। অবিলম্বে এই গানের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি ও ক্ষতিপূরণের দাবি করেন তিনি। অবশেষে নির্দেশ দিল উচ্চ আদালত। জানিয়ে দিল, অভিযোগটি ভুল নয়। দু'টি গান আসলে একই। কেবল গানের কথায় সামান্য পরিবর্তন করা হয়েছে মাত্র।

প্রসঙ্গত, এ আর রহমানের আইনজীবীদের দাবি ছিল, শিব স্তুতি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের উপরে নির্ভর করে তৈরি। এবং তা 'পাবলিক ডোমেইনে' রয়েছে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল আদালতে। জরিমানার মুখে পড়তে হল তারকা সুরকার ও ছবির নির্মাতাদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্বস্তিতে অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কপিরাইট লঙ্ঘনের মামলায় জরিমানার মুখে পড়তে হল তাঁকে।
  • ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত মণিরত্নমের ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’ গানটি অন্য একটি গানের সুর থেকে নেওয়া হয়েছে বলে অভিযোগে দায়ের হয়েছিল।
  • সেই মামলাতেই দিল্লি হাই কোর্টে জরিমানা ধার্য করা হল রহমান ও ছবিটির প্রযোজনা সংস্থা মাদ্রাজ টকিজকে।
Advertisement