সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিব্যজ্যোতি দত্তের পর এবার আরাত্রিকা মাইতি। 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির দুই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য ছোটপর্দার দুই জনপ্রিয় মুখ বেছে নিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এই ছবিতে মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী 'লক্ষ্মীপ্রিয়া'র চরিত্রের জন্য নাকি আরাত্রিকাকে বেছে নিয়েছেন পরিচালক। তবে বড়পর্দায় এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া নিয়ে খুব একটা খোলসা না করলেও 'মিঠিঝোরা' অভিনেত্রী কিন্তু বড় ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, "এমন সুযোগ হাতছাড়া করতে চাইনি।"
ছোটপর্দায় আরাত্রিকা বেশ জনপ্রিয় মুখ। এই মুহূর্তে দর্শকের কাছে তিনি 'রাই' হিসাবে বিপুল ভালোবাসা পাচ্ছেন। এবার সব ঠিক থাকলে ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে অভিনেত্রীর। জানা গেল, লক্ষ্মীপ্রিয়ার এই চরিত্রটি প্রথমে করার কথা ছিল দর্শনা বণিকের। কিন্তু বিক্রম ভাটের হিন্দি ছবির কজের জন্য দর্শনা সেই চরিত্রটি ছেড়েছেন। আর তারপরেই লক্ষ্মীপ্রিয়া হিসাবে পরিচালক বেছে নেন আরাত্রিকাকে। যদিও প্রযোজনা সংস্থার তরফে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে অভিনেত্রীর মন্তব্যেই জল্পনায় সিলমোহর। আরাত্রিকার কথায়, "সবটাই রানাদা (সরকার) আর সৃজিতদা (মুখোপাধ্যায়) জানেন। তবে আমি এত বড় সুযোগ হাতছাড়া করতে চাইনি।" অতঃপর তিনি যে 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির অংশ হতে চলেছেন, সেটা স্পষ্ট। একদিকে দিব্যজ্যোতি, অন্যদিকে আরাত্রিকা। এই ছবির হাত ধরেই ছোটপর্দার দুই অভিনেতা- অভিনেত্রীর বড়পর্দায় অভিষেক ঘটতে চলেছে।
আরাত্রিকা মাইতি, ছবি: ইনস্টাগ্রাম
সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবি নিয়ে দর্শকমহলে প্রথম থেকেই উৎসাহ ছিল। বারবার বদলেছে এই ছবির বিভিন্ন চরিত্র। প্রথমে এই ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। পরে সেই চরিত্রায়নে বদল ঘটে। সেই চরিত্রে আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার রদবদল ঘটল লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে। এই ছবিতে মূলত তিনটি সময়কাল উঠে আসবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে থাকবে নটী বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষ ও চৈতন্য মহাপ্রভুর মতো ঐতিহাসিক চরিত্রগুলি। মায়াপুরে শ্রী চৈতন্য মঠের অনুমতি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। শুধু তাই নয়, গৌরাঙ্গ মহাপ্রভুর উপর ছবির জন্য গবেষণার ক্ষেত্রেও সাহায্য করছে মায়াপুরে শ্রী চৈতন্য মঠ। সব ঠিক থাকলে চলতি বছরের জুন মাসে শুরু হবে সৃজিতের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির শুটিং।
