সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় আসবে সলমন খানের 'দাবাং ৪'। ইতিমধ্যেই এই খবর এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন আরবাজ খান। আর তা শোনার পর থেকেই রীতিমতো মুখের হাসি চওড়া হয়েছে সলমন অনুরাগীদের। সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ নিশ্চিত করেছেন সলমনের ফিল্মি কেরিয়ারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'দাবাং ৪' আসবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যেই এই ছবি নিয়ে শুরু হয়েছে কাজ।
আরবাজ এই নিয়ে বলেন, "অনেকেই আমাকে প্রশ্ন করেছেন বা করছেন বিভিন্ন সময় যে, কবে 'দাবাং ৪' আসবে। কবে আসবে সঠিকভাবে বলতে পারছি না। তবে এই ছবি যে নির্মাণের কাজ শুরু হবে। পাইপলাইনে রয়েছে তা আমি বলতে পারি। আমরা ইতিমধ্যেই এই ছবি নিয়ে কাজ শুরু করেছি। সলমন এবং আমরা এই নিয়ে রীতিমতো আলোচনায় বসছি। সঠিকভাবে সময় না বলতে পারলেও এই ছবি যে আলাদা উন্মাদনা তৈরি করবে দর্শকের মনে তা বলাই বাহুল্য।"
কিন্তু এবার প্রশ্ন হল এই ছবির পরিচালক কে? তাহলে শুনুন, সলমন-আরবাজের সঙ্গে শত বাগবিতণ্ডার পরেও 'দাবাং ৪' ছবির পরিচালনা করছেন অভিনব কাশ্যপ। ২০১০ সালে যখন 'দাবাং' যখন তৈরি হয়েছিল তখনও এই ছবি পরিচালনায় ছিলেন অভিনব। মাঝে এক বারবাজ ও সলমনকে নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন অভিনব। বলেছিলেন যে, ২০১০ সালে 'দাবাং'র শুটিং ফ্লোরে দুই ভাইয়ের মারাত্মক ঝামেলা হয়েছিল। তার জেরে নাকি আরবাজের দৃশ্য ছবি থেকে বাদ দিতে বাধ্য করেছিলেন সলমন। এসব নিয়ে বিতর্ক দানা বেঁধেছে একসময়। তবে সেসবের পরও 'দাবাং ৪'র পরিচালনার দায়িত্ব পেয়েছেন অভিনব।
