সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসে দ্বিতীয়বার বাবা হয়েছেন আরবাজ খান। স্ত্রী সুরা ও তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছেন সিপারা। খান পরিবারে নতুন সদস্যের আগমনে রীতিমতো খুশির আমেজ শুরু হয়েছিল। সেই রেশ এখনও রয়েছে। ২০২৩ সালে সুরার সঙ্গে চারহাত এক হয়েছিল আরবাজের দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধেন বলিউডের অভিনেতা-পরিচালক আরবাজ। মেয়ের জন্মের মাস ঘুরতেই এবার তার ছবি প্রকাশ্যে আনলেন আরবাজ-সুরা।
বুধবার, সোশাল মিডিয়ায় মেয়ের প্রথম ছবি পোস্ট করেন আরবাজ। দু'টি ছবি পোস্ট করেছেন আরবাজ এদিন। সেখানে একটি ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট দু'খানি পা হাতের মাঝে নিয়ে তোলা মিষ্টি ছবি। অন্যটিতে দেখা যাচ্ছে, সিপারা আরবাজের হাতের আঙুল মুঠো করে ধরে রয়েছে। ক্যাপশনে আরবাজ লিখেছেন, ছোট্ট দু'টি হাত ও পা। কিন্তু আমাদের জীবনের এটা সবথেকে বড় অংশ। যদিও এখনও মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি সুরা বা আরবাজ কেউই। এদিন আরবাজের এই পোস্টে আরও একবার শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেকে।
উল্লেখ্য, মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ, জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে ভাঙন এসব তিক্ত অতীত ভুলে ২০২৩ সালে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান। পেশায় বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসেন সলমন খানের ভাই। ‘পাটনা শুক্লা’ নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় আরবাজের। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। শুভ পরিণয়, সুখী দাম্পত্যের পর ঘরে এসেছে নতুন অতিথি।
