সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি বড় বালাই। ভক্তদের ভিড় জমে ওঠে নিজস্বীর আবদারে। আর তা না পেলেই খেপে লাল হয়ে ওঠে জনতা। যার পরিণাম হয়ে ওঠে বিপজ্জনক। অর্চণা পূরণ সিং ও তাঁর স্বামী পারমিত শেঠির জনপ্রিয়তা আরও বেড়েছে তাঁরা ভ্লগ করতে শুরু করার পর। আর সেখানেই সাম্প্রতিক এক ভিডিও তারকা দম্পতির পুত্র আর্যমান জানালেন, মা-বাবার সঙ্গে সেলফির চাহিদায় তাঁকে কতটা 'মূল্য' দিতে হয়।
সম্প্রতি যে ভিডিও তাঁরা পোস্ট করেছেন, সেখানে দিল্লির রাজপথে চাটের সন্ধানে ঘুরতে দেখা গিয়েছে তারকা দম্পতিকে। সঙ্গে ছিলেন তাঁদের ছেলে আর্যমান। সেখানেই অর্চনা ছেলের সঙ্গে রসিকতা করে বলেন, ''তোকে অবশ্য কেউই চেনে না।'' পরে দেখা যায়, জনতার ভিড় ঘিরে ধরেছে অর্চনা ও তাঁর স্বামীকে। যা নিয়ে পরে ভ্লগে আর্যমান বলেন, ''মাম্মা ও পাপাকে মানুষ ভালোবাসে। কত ভদ্রভাবে মা'কে 'ম্যাম' বলে ডাকে। অথচ আমাকে চড়, ধাক্কা খেতে হয়। আমার জুতোয় ঠোক্কর মেরে ধাক্কা দিয়ে বলে, 'ছবি তুলিয়ে দাও না।' আমি তখন বলি, এরপর তো আরওই সেটা করব না।''
প্রসঙ্গত, 'নিকাহ' ছবিতে ছোট্ট ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ফিল্মি কেরিয়ার শুরু করেন অর্চনা। পরে অবশ্য 'জলওয়া', 'অগ্নিপথ', 'রাজা হিন্দুস্তানি'র মতো সুপারহিট ছবিতে অভিনয় করে খ্যাতি পান তিনি। নয়ের দশকের শেষে তিনি মূলত টিভি শোয়ের কমিক রোলেই অভিনয় করতে থাকেন। 'শ্রীমান শ্রীমতী' আজও বহু মানুষের মনে রয়ে গিয়েছে। পাশাপাশি সেই সময় 'কুছকুছ হোতা হ্যায়' কিংবা 'মহব্বতে'-র মতো ছবিতেও অভিনয় করেছিলেন অর্চনা। এদিকে ২০১৯ সালের পর থেকে কপিল শর্মার শোয়ের অংশ হয়ে ওঠেন তিনি।
পাশাপাশি পারমিতের অভিষেক হয় আদিত্য চোপড়ার ব্লকবাস্টার ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র মতো ছবিতে। খলনায়কের ভূমিকায় তিনি সকলের মন জিতে নেন। পরে 'দিলজ্বলে' ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। ছোট পর্দায় 'জসসি জ্যায়সি কোই নেহি'র মতো সিরিয়ালে তাঁর অভিনয়ও প্রবল প্রশংসিত হয়। পারমিত ও অর্চনার বিয়ে হয় ১৯৯২ সালে। এখন তাঁদের সপরিবারের ভ্লগ মন জিতে নিয়েছে নেটিজেনদের।
