shono
Advertisement
Nusrat Faria

খুনের চেষ্টার অভিযোগ! অবশেষে জামিন মঞ্জুর নুসরত ফারিয়ার

নুসরত ফারিয়ার জামিনের আবেদন মঞ্জুর।
Published By: Arani BhattacharyaPosted: 06:15 PM May 20, 2025Updated: 06:15 PM May 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। খুনের চেষ্টার অভিযোগে রবিবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। অভিনেত্রীর আইনজীবীর তরফে তাঁর জামিনের কথা জানানো হয়েছে।

Advertisement

রবিবার নুসরতকে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন পুলিশি হেফাজতে রাখার পর সোমবার তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। মঙ্গলবার মামলার শুনানির সময় অভিনেত্রীর জামিন মঞ্জুর করা হয়। শুনানির সময় নুসরতের আইনজীবী এও জানিয়েছেন, যে সময়ের ঘটনা তুলে ধরে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে সেই সময় নাকি দেশেই ছিলেন না তিনি। এরপরই মঞ্জুর হয় তাঁর জামিন। জামিন পাওয়ার পর নিজের সোশাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন নুসরত। 

অভিনেত্রী লেখেন, 'জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।'

বলে রাখা ভালো, বুলেটপ্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরে মহিলা পুলিশের পাহারায় আদালতে তোলা হয় নুসরতকে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আওয়ামি লিগের হয়ে নুসরত আর্থিক সাহায্য করেছিলেন বলে অভিযোগ। এছাড়া একটি হত্যা মামলাতেও তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানা গিয়েছে। অভিনেত্রীর গ্রেপ্তারি ইউনুস সরকারের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করেছে শিল্পীমহলের একটা বড় অংশই।

বাংলাদেশের চলচ্চিত্র জগতে নুসরত ফারিয়া প্রথম সারির অভিনেত্রী হিসেবে পরিচিত মুখ। প্রায় ১০ বছরের কেরিয়ার তাঁর। অভিনয় ছাড়াও সঞ্চালনা, গান, মডেলিং, রেডিও জকি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ৩১ বছর বয়সি চট্টগ্রামের কন্যা। সম্প্রতি শ্যাম বেনেগালের ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’ ছবিতে মুজিবকন্যা শেখ হাসিনার ভূমিকায় নুসরতের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। এছাড়া টলিউডেও একাধিক জনপ্রিয় সিনেমায় নুসরতের অভিনয় ছিল নজরকাড়া। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীকে গ্রেপ্তারির ঘটনায় মর্মাহত হয়ে পড়েছিলেন এপাড়ের অনুরাগীরাও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খুনের চেষ্টার অভিযোগে রবিবার গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া।
  • মঙ্গলবার অভিনেত্রীর জামিনের আবেদন মঞ্জুর করল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
  • অভিনেত্রীর আইনজীবির তরফে তাঁর জামিনের কথা জানানো হয়েছে।
Advertisement