shono
Advertisement
Kesari 2 Akshay Kumar

'কেশরী ২'-এর সংলাপে গালিগালাজ! বিতর্কে পড়ে অক্ষয়ের সাফাই, 'ইংরেজের ক্রীতদাস তকমা আরও কষ্টের'

দিল্লিতে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন বলিউড খিলাড়ি।
Published By: Sandipta BhanjaPosted: 07:05 PM Apr 03, 2025Updated: 07:05 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ'-এর পয়লা ঝলকে আইনজীবী সি শংকরণ নায়ারের ভূমিকায় রগরগে সংলাপে তাক লাগিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার। তবে টিজারের এক দৃশ্যে আইনজীবীর মুখে 'গালিগালাজ' শুনে ভ্রু আন্দোলিত হয়েছিল নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের। প্রশ্ন উঠেছিল, 'সভ্য পেশায় একজন দায়িত্ববান ভারতীয় নাগরিকের মুখে এহেন কুৎসিত শব্দ কী মানায়?' 'নৈতিক দায়িত্ববোধে'র প্রসঙ্গ তুলে অনেকেই রে রে করে উঠেছিলেন! বৃহস্পতিবার দিল্লিতে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন বলিউড খিলাড়ি।

Advertisement

টিজারের এক দৃশ্যে কোর্টরুমে দাঁড়িয়ে ইংরেজদের উদ্দেশে 'F*** You' বলতে শোনা যায় অক্ষয় কুমারকে। সেই শব্দ নিয়েই আপত্তি উঠেছিল। এবার ট্রেলার লঞ্চের দিনও সেই চর্চা পিছু ছাড়েনি খিলাড়ির। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতাকে। পালটা জবাব দিতেও অবশ্য ছাড়েননি অক্ষয়। সোজাসাপটা ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, "হ্যাঁ, আমি এমন শব্দই ব্যবহার করেছি। তবে মজার বিষয় হল, ইংরেজরা যখন ওই দৃশ্যে ভারতীয়দের 'ক্রীতদাস' বলে অপমান করল, সেটা কারও নজরে পড়েনি। 'ক্রীতদাস' শব্দটি তো আরও অপমানজনক। আমার মনে হয়, এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না।" খিলাড়ির জবাবে দর্শকাসনে বসে থাকা সকলেই চমকে ওঠেন।

এদিন ৩ মিনিটের ট্রেলারে শংকরণ নায়ারের ভূমিকায় জেনারেল ডায়ারকে কাঠগড়ায় তুলে প্রশ্নবাণে বিঁধতে দেখা গেল অক্ষয়কে। ইংরেজরা যখন জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের জন্য নিরীহ দেশবাসীকে 'অস্ত্রধারী সন্ত্রাসবাদী' বলে দায় চাপানোর চেষ্টা করে, তখন আইনজীবী মনে করিয়ে দেন, 'ওই লাশের স্তূপে ৮-৯ মাসের শিশুও ছিল। ওরাও কি সন্ত্রাসবাদী?' ব্রিটিশদের বন্দুকের গুলিতে কীভাবে ঝাঁজরা হয়েছিল শয়ে শয়ে প্রাণ, তেমন ঝলকই দেখা গেল 'কেশরী ২'-এর ট্রেলারে। রক্তাক্ত সেই ইতিহাস দেখিয়ে কালো দিন' ১৩ এপ্রিলের স্মৃতি তাজা করে দিলেন অক্ষয় কুমার।

বলিউডে দেশাত্মবোধক সিনেমা হলেই ডাক পড়ে অক্ষয় কুমারের (Akshay Kumar)। রগরগে অ্যাকশনের বাইরে এর আগে একাধিক দেশপ্রেমের গাথায় পর্দায় দেখা গিয়েছে খিলাড়িকে। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’ ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে ফিল্মি কেরিয়ারে এহেন অনেক সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’ (Kesari 2)। বৃহস্পতিবার ট্রেলারে অক্ষয় কুমারকে দেখা গেল সি শংকরণ নায়ারের ভূমিকায়। যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। শুধু তাই নয়, আদালতে দাঁড়িয়ে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা করেছিলেন। সেই বীর বিক্রম আইনজীবীর কাহিনিই এবার পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় কুমার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টিজারের এক দৃশ্যে আইনজীবীর মুখে 'গালিগালাজ' শুনে ভ্রু আন্দোলিত করেছিল নেটপাড়ার নীতিপুলিশদের একাংশ।
  • টিজারের এক দৃশ্যে কোর্টরুমে দাঁড়িয়ে ইংরেজদের উদ্দেশে 'F*** You' বলতে শোনা যায় অক্ষয় কুমারকে।
  • বৃহস্পতিবার দিল্লিতে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন বলিউড খিলাড়ি।
Advertisement