সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল তাঁকে নিয়ে খুশিতে মেতে উঠবে ‘আনন্দ নগরী’। কিন্তু সেটা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি যুবভারতী ছাড়তেই বাঁধ ভাঙে দর্শকদের ধৈর্যের। তাদের ক্ষোভের বিস্ফোরণে বিপুল ক্ষতির মুখে পড়ে যুবভারতী। যুবভারতীতে বিশৃঙ্খলার আঁচ গায়ে নিয়েই কলকাতা থেকে দুপুরের বিমানে হায়দরাবাদ পৌঁছে যান মেসি। তবে হায়দরাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট হয়েছে। আর রবিবাসরীয় সন্ধ্যায় বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক বিরলতম মুহূর্তের।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই 'গোট'। লিওনেল মেসি এবং শচীন তেণ্ডুলকর। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়াদুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বই তাঁদের এক ফ্রেমে মিলিয়ে দিল। আর যা দেখে গোটা গ্যালারি মেসিমায়ায় গর্জে উঠল। সত্যিই, এমন দিন যে এর আগে ভারতীয় ক্রীড়া ইতিহাসে আগে কখনও আসেনি।
রবিবার গোট কনসার্টের শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়। সেখানে সুনীল ছেত্রী হেডে গোলও করেন। মেসিও পেনাল্টি নিলেন। নিখুঁত পেনাল্টি যখন জালে জড়াল, মেতে উঠল গ্যালারি। এখানেই শেষ নয়। দর্শকদের জন্য রোমাঞ্চ তখনও বাকি ছিল। কারণ এরপর আর্জেন্তিনীয় রাজপুত্র। বলে শট নিলেন। বল সোজা চলে গেল দোতলার গ্যালারিতে। এরপর অনেকবার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন কুড়ালেন। সেই সময় বেশ খোশমেজাজে দেখা যায় তাঁকে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও।
এর ঠিক পরেই মাঠে এলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর। ওয়াংখেড়েতে 'ক্রিকেট ঈশ্বর'কে দেখে আবারও ফেটে পড়ল গ্যালারি। তিনি মেসির হাতে তুলে দিলেন নিজের সই করা ১০ নম্বর জার্সি। আর শচীনকে তিনি তুলে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার স্মারক বল। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা। সুয়ারেজের হাতে ছিল উরুগুয়ের পতাকা। ডি পল হাতে তখন আর্জেন্টিনার পতাকা।
এর আগে অবশ্য নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার হিসাবে সুনীল ছেত্রীকে তুলে দিয়েছিলেন মেসি। হাত মিলিয়েছিলেন ইন্ডিয়া স্টার্স এবং মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে। সুনীল তো বটেই, সেখানে ছিলেন নিখিল পূজারি, রাহুল ভেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। এসেছিলেন অজয় দেবগণ, টাইগার শ্রফ-সহ বলিউডের একাধিক তারকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও সস্ত্রীক হাজির ছিলেন ওয়াংখেড়েতে। মাঠের পাশে যে বিশাল তাঁবু তৈরি করা হয়েছিল, ভিআইপি-রা সেখানে আসন গ্রহণ করেছিলেন। আর মাঠের মাঝে তৈরি করা হয়েছিল বড় স্টেজ। মেসি যখন গোটা মাঠ পরিদর্শন করলেন, তাঁর ধারেকাছে কেউ এলেন না। এভাবেই ওয়াংখেড়েতেও মেসির গোট কনসার্ট সুপারডুপার হিট।
