shono
Advertisement
Chabiwala

দীর্ঘদিনের ঝঞ্ঝাট কাটিয়ে মুক্তির পথে 'চাবিওয়ালা', অসাধ্যসাধন করলেন কারা?

মুক্তি নিয়ে জটিলতা থাকলেও 'চাবিওয়ালা' দেখানো হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসবে।
Published By: Arani BhattacharyaPosted: 04:08 PM May 22, 2025Updated: 04:08 PM May 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির জট কাটিয়ে অবশেষে বড়পর্দায় আসতে চলেছে 'চাবিওয়ালা'। এই ছবি মুক্তির পথে অন্তরায় হয়ে দাড়িয়েছিল বিভিন্ন কারণ। যেন ছবি মুক্তির ভাগ্যে একপ্রকার তালা পড়েছিল। 'চাবিওয়ালা'র মতোই সেই তালা খুললেন মানসী সিনহা, শুভঙ্কর মিত্র ও শতদীপ সাহা। পরিচালক রাজা ঘোষের এই ছবি আগামী ৬ জুন মুক্তি পেতে চলেছে। 

Advertisement

ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও কৌশিক কর।

আসলে আমরা প্রত্যেকেই নিজের পছন্দের চাবিটার জন্য দৌড়ে বেড়াই। ঠিক সেভাবেই ছবির 'ভবেন' ও 'নগেন' দু'জনেই গ্রাম থেকে শহরে আসে সেরকমই নিজেদের পছন্দের চাবির সন্ধানে। কাজ হারিয়ে শহরে আসা দু'জন নতুন আশায় বুক বাঁধে। তবে শহরে এসে তারা নতুনভাবে এটাও আবিষ্কার করে যে এই শহরে সবাই বিভিন্নরকম চাবির সন্ধানে ছুটে বেড়াচ্ছে। 'ভবেন' আর 'নগেন' কি এসবের মধ্যে তাদের পছন্দের চাবিটা খুঁজে পাবে?

মানসী সিনহা, শুভঙ্কর মিত্র ও পরিচালক রাজা ঘোষ।

তবে মুক্তি নিয়ে নানা জটিলতা থাকলেও এই ছবি ইতিমধ্যেই ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। মনোনীত হয়েছে লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ও ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন অমৃতা চট্টোপাধ্যায় ও কৌশিক কর। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শঙ্কর দেবনাথ প্রমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুক্তির জট কাটিয়ে অবশেষে বড় পর্দায় আসতে চলেছে 'চাবিওয়ালা'।
  • ছবি মুক্তির ভাগ্যে একপ্রকার তালা পড়েছিল।
  • সেই তালা খুললেন 'চাবিওয়ালা'র মতোই মানসী সিনহা, শুভঙ্কর মিত্র ও শতদীপ সাহা।
Advertisement