সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের 'পুরুষতান্ত্রিক' স্পাই ইউনিভার্সের ভিড়ে 'আলফা' আলিয়া ভাট যে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। এমনকী রিলিজের দিনক্ষণও প্রায় ঠিক করে ফেলেছিলেন নির্মাতারা। কিন্তু বছরশেষে সলমন খানের 'ব্যাটেল অফ গালওয়ানে'র টিজার চমকে দমকা হাওয়ার মতো বদলে গেল 'আলফা' মুক্তির শিডিউল।
জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর, শনিবারই 'রিটার্ন বার্থডে গিফট' হিসেবে ‘ব্যাটেল অফ গালওয়ানে'র পয়লা ঝলক প্রকাশ্যে এনেছেন ভাইজান। চোখে প্রতিশোধের আগুন নিয়ে সীমান্তে 'উর্দিধারী' সলমন খানকে দেখে ইতিমধ্যেই অনুরাগীমহলের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! কারণ বিগত কয়েক বছরে বক্স অফিসে 'টাইগার'-এর গর্জন শোনা যায়নি। অতঃপর গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় ভাইজানের ঝলক দেখে ভক্তদের ভবিষ্যদ্বাণী, 'এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলবে।' প্রযোজকদের ক্যাশবাক্স ভরাতে 'স্টার পাওয়ার' যে একাধিকবার মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করেছে, সেই উদাহরণ নতুন সিনেদুনিয়ায়। এবার খবর, সলমনের 'ব্যাটেল অফ গালওয়ানে'র হুঙ্কারে পিছু হঠতে বাধ্য হয়েছে আলিয়ার 'আলফা'।
বলিউডের খ্যাতনামা সিনে বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শনিবার সোশাল মিডিয়ায় জানান, সলমন খানের সঙ্গে বক্স অফিস যুদ্ধ এড়াতে রিলিজের দিনক্ষণ পিছোল যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের নারীকেন্দ্রিক সিনেমা 'আলফা'। প্রথমটায় শোনা গিয়েছিল, ২০২৬ সালের এপ্রিল মাসের ১৭ তারিখ মুক্তির আলো দেখবে আলিয়া ভাটের ছবি প্রথম গোয়েন্দা সিনেমা। কিন্তু ভাইজানের 'ব্যাটেল অফ গালওয়ানে'র হুঁশিয়ারিতে সেই পরিকল্পনা বিশ বাঁও জলে। তবে নতুন রিলিজের দিনক্ষণ এখনও জানানো হয়নি আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মসের তরফে।
উল্লেখ্য, 'ওয়ার ২' সিনেমার সঙ্গেই বড়পর্দায় পরবর্তী গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি 'আলফা'র ঝলক দেখানো হয়েছিল। সেখানেই দেখা যায়, এক কিশোরীর হাতে গ্রিক অক্ষর 'আলফা' ট্যাটু করানোর দৃশ্য। যে ট্যাটু এঁকে দিচ্ছিলেন ববি দেওল। রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর পর আলিয়া ভাটের 'আলফা'তেও খলচরিত্রে তিনি। এছাড়াও শর্বরী ওয়াঘ রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। সূত্রের খবর,তাঁর প্রশিক্ষকের ভূমিকাতেই ধরা দেবেন ববি দেওল।
