shono
Advertisement
Batshorik Trailer

তন্ত্রসাধনা থেকে ভূতুড়ে ঘটনা, প্রকাশ্যে শতাব্দী-ঋতাভরীর 'বাৎসরিক'-এর ভয় ধরানো ট্রেলার

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক শতাব্দীর।
Published By: Arani BhattacharyaPosted: 09:46 PM May 31, 2025Updated: 09:46 PM May 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের হরর থ্রিলার ঘরানার ছবি 'বাৎসরিক'- এর হাত ধরেই প্রত্যাবর্তন ঘটছে তাঁর রূপোলি পর্দায়। এই ছবিতে শতাব্দী রায়ের সঙ্গে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকেও। গল্পে শতাব্দী সম্পর্কে ঋতাভরীর ননদ। শতাব্দীর চরিত্রের নাম স্বপ্না এবং ঋতাভরীর চরিত্রের নাম বৃষ্টি। শনিবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার।

Advertisement

ছবির ট্রেলার জুরে গা ছমছমে নানা ভূতুড়ে কাণ্ড। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে ঘটে চলেছে নানা অদ্ভুতুড়ে কাণ্ড। এই ছবিতে ননদ আর ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ ট্রেলারের কয়েক ঝলকে একটু অন্যরকম বলেই মনে হয়। ভাইয়ের মৃত্যুর পর নিজের দিদির মতোই ভাইয়ের বউয়ের খেয়াল রাখেন স্বপ্না। বাড়িটিই ঠিক নয়! এই বাড়ির জন্যই যত বিপদ সেকথাও বোঝানোর চেষ্টা করে স্বপ্না। কিন্তু ভাইয়ের বউ বর্ষা এসবে বিশ্বাস করে না।

বাৎসরিক আদতে সম্পর্কের ছবি। ননদ আর বউদির যে সম্পর্ক সেই নিয়েই এগিয়েছে ছবির গল্প। যেখানে দেখা যাচ্ছে একজনের ভাই মারা গিয়েছে আর অন‌্য জনের স্বামী। ননদ শতাব্দী আর ভাইয়ের বউ ঋতাভরীকে কেন্দ্র করেই আবর্তিত হয় কাহিনি। ভূত, ভয়, সম্পর্ক এবং নেগেটিভিটি এই সব নিয়েই এই হরর কাহিনি। বড়পর্দায় ছবিটি মুক্তি পাবে আগামী ৬ জুন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবির ট্রেলার জুরে গা ছমছমে নানা ভূতুড়ে কাণ্ড।
  • ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাড়িতে ঘটে চলেছে নানা অদ্ভুতুড়ে কাণ্ড।
  • এই ছবিতে ননদ আর ভাইয়ের বউয়ের সম্পর্কের সমীকরণ কয়েকটা ঝলকে একটু অন্যরকম বলেই মনে হয়।
Advertisement