shono
Advertisement
Alia-Ranbir

পুজোর কলকাতায় বনশালির পিরিয়ড ড্রামা, 'দুর্গা সাক্ষী' রেখে ফ্রেমে ধরবেন রণবীর-আলিয়ার প্রেম

কলকাতায় বনশালির 'রাজসূয় যজ্ঞ'! কবে শুটিং?
Published By: Sandipta BhanjaPosted: 05:28 PM Mar 27, 2025Updated: 05:34 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কলকাতায় মেগাবাজেট বলিউড সিনেমার শুটিং। উৎসবের ব্যস্ত শহরে পড়বে সঞ্জয় লীলা বনশালির ত্রিকোণ প্রেমের সিনেম্যাটিক মহাকাব্যের সেট। কানাঘুষো শোনা যাচ্ছে, উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে শুটিং হবে। লিন্ডসে স্ট্রিট, মির্জা গালিব থেকে নিউমার্কেট, গঙ্গার ঘাট, উত্তরের অলি-গলিতে পরিচালকের ফ্রেমে ধরা দেবেন তারকারা। বোঝাই যাচ্ছে, 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে রাজসূয় যজ্ঞ হতে চলেছে কলকাতায়।

Advertisement

সূত্রের খবর, রণবীর কাপুরের দর্শনপ্রাপ্তি হবে কিনা, সেই বিষয়ে সংশয় থাকলেও ভিকি কৌশল যে আসছেন ঘনিষ্ঠমহল মারফৎ সেই খবরে সিলমোহর বসানো হয়েছে। একে পিরিয়ড ড্রামা, উপরন্ত 'পারফেকশনিস্ট পরিচালক' বনশালি। সত্তরের দশকের কলকাতার প্রেক্ষাপট পর্দায় কীভাবে ফুটে উঠবে? নজর থাকবে সেদিকে। শোনা যাচ্ছে, খ্রিস্টান ক্যাবারে ডান্সারের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে রণবীর কাপুর, ভিকি কৌশল থাকছেন একাত্তরের যুদ্ধের প্রেক্ষাপটে দুই যুদ্ধবিমান চালকের ভূমিকায়। সেই ত্রিকোণ প্রেমের যোগসূত্র কলকাতা। বনশালির ফ্রেমে তিলোত্তমার কোনও বনেদি বাড়ির পুজোও দেখা যাবে, বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সিনেমার প্রথমার্ধের শুটিং শেষ করেছেন আলিয়া ভাট, রণবীর কাপুর এবং ভিকি কৌশল। সিনেমার পর্দায় সঞ্জয় লীলা বনশালির গল্প বলার ধরণ বরাবরই অনবদ্য। এযাবৎকাল বহু মাস্টারপিস উপহার দিয়েছেন দর্শকদের। আর এই ছবিতেই 'সাওয়ারিয়া'র পর আবারও বনশালির সঙ্গে কাজ করছেন রণবীর কাপুর। অন্যদিকে 'সঞ্জু'র পর ফের একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। প্রাক্তন প্রেমিকার স্বামী হোক কিংবা স্ত্রীয়ের প্রাক্তন প্রেমিক, এইসমস্ত সমীকরণ রণবীর কাপুর বা ভিকি কৌশল, দুই তারকার কাছেই অতীত। বরং ত্রয়ী এখন বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' টিম।

বলিপাড়ায় জোর জল্পনা, 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে কিং খান থাকছেন ক্যামিওর চরিত্রে। সম্প্রতি বনশালির সঙ্গে দেখা করেছেন শাহরুখ। আর সেই সাক্ষাতেই সিনেমার এক বিশেষ দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখের সঙ্গে আলোচনা হয়েছে। সূত্রের খবর, 'লাভ অ্যান্ড ওয়ার' ছবির দ্বিতীয়ার্ধে এক মোড় ঘোরানো দৃশ্যে বাদশাকে দেখা যাবে। যেখানে কিং খানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন রণবীর কাপুর। এই দৃশ্যে ভিকির উল্লেখ অবশ্য পাওয়া যায়নি। তবে এই জল্পনা সত্যি হলে 'লাভ অ্যান্ড ওয়ার' যে কিং ম্যাজিকে 'গেম চেঞ্জার' হতে পারে, এমনটাই ভবিষ্যদ্বাণী সিনেমহলের।

এদিকে মান-অভিমান মিটিয়ে ১৭ বছর বাদে বনশালির সেটে ফিরে মুগ্ধ রণবীর কাপুর। স্ত্রীয়ের জন্মদিনের পার্টিতেই অভিনেতা জানিয়েছেন, "এরকম ছবিতে অভিনয় করার স্বপ্ন সব অভিনেতাদেরই থাকে। বিশেষ করে, বনশালির পরিচালনায় আলিয়া আর ভিকি কৌশলের মতো দক্ষ অভিনেতাদের সঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করার সুযোগ বড়প্রাপ্তি। আমি ১৭ বছর আগে ওঁর সাথে কাজ করেছি। বনশালির মতো এত পরিশ্রমী মানুষ আগে দেখিনি। ছবির চরিত্র, তাদের আবেগ-অনুভূতি নিয়ে যেমন মাথা ঘামান, তেমনই ভারতীয় সংস্কৃতি-মূল্যবোধ, সঙ্গীতের উপর ওঁর অগাধ জ্ঞান। ওঁর সঙ্গে সেটে থাকা খুব ক্লান্তিকর মনে হলেও শিল্পী হিসেবে ভীষণ সন্তুষ্ট আমি। কারণ বনশালি সত্যিই শিল্পকে লালন করেন। আর ওঁর পরিচালনায় অভিনয় করার অভিজ্ঞতা সত্যিই দারুণ।" এবার 'লাভ অ্যান্ড ওয়ার' ত্রয়ী কলকাতায় কোন ম্যাজিক দেখান? সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুজোর কলকাতায় মেগাবাজেট বলিউড পিরিয়ড সিনেমার শুটিং।
  • লিন্ডসে স্ট্রিট, মির্জা গালিব থেকে নিউমার্কেট, গঙ্গার ঘাট, উত্তরের অলি-গলিতে পরিচালকের ফ্রেমে ধরা দেবেন তারকারা।
  • বোঝাই যাচ্ছে, 'লাভ অ্যান্ড ওয়ার' নিয়ে রাজসূয় যজ্ঞ হতে চলেছে কলকাতায়।
Advertisement