shono
Advertisement
Bhanupriya Bhooter Hotel

বাংলা ছবির শুটিংয়ে ভূত! তেনারা বলছে 'আমাদের নিয়ে দেখেশুনে কাজ করবেন'

উইন্ডোজের নতুন ভূতের ছবির শুটিং ফ্লোর থেকে সরাসরি পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।
Published By: Arani BhattacharyaPosted: 06:56 PM Jun 22, 2025Updated: 07:25 PM Jun 22, 2025

শম্পালী মৌলিক: উইন্ডোজের নতুন ছবি ও ভূতের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল একরকম ভূতূড়ে কায়দায়।ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে। ছ'জন ভূতের নানা কাণ্ড চলবে গোটা ছবি জুড়ে। শোনা গিয়েছিল একেবারে অন্য ধাঁচে এবার ভূতের ছবি বানাবে উইন্ডোজ। 

Advertisement

এই ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। ছবির শুটিং শুরুর জন্য ছিল অপেক্ষা। এবার সেই অপেক্ষার অবসান। রবিবার থেকে শুরু হল ছবির শুটিং। উত্তরবঙ্গের লাভায় জোরকদমে চলছে ছবির শুটিং। চলছে মেঘবৃষ্টির লুকোচুরি খেলা ইতিমধ্যেই তার নানা মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বনি ও মিমি দু'জনেই। বৃষ্টিভজা পাহাড়ি রাস্তায় শুটিংয়ের অবসরে সময় কাটাচ্ছেন তাঁরা।

কেমন চলছে ছবির শুটিং তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের সঙ্গে। কেমন চলছে উত্তরবঙ্গে নতুন এই ভূতের ছবির শুটিং জানতে চাইলে হেসে ফোনের ওপার থেকে পরিচালক অরিত্র মুখোপাধ্যায় জানান, "কখনও রোদ কখনও বৃষ্টি কখনও আবার কুয়াশায় ঢাকা। শুটিং খুব ভালো হচ্ছে।" মজা করে বললেন , " মাঝেমধ্যে ভূত দেখা দিচ্ছে আরকি! যখনই কুয়াশা নেমে এলেই ভূতেরা বেরিয়ে আসছে। জিজ্ঞেস করছে শুটিং ভালো হচ্ছে তো? আমাদের নিয়ে কাজ করছেন একটু দেখে করবেন। দুই জুটিই রয়ছে এই শুটিংয়ে। এক জুটির শট নেওয়া হয়ে গিয়েছে। আরেকজনের শট পড়ে নেওয়া হবে। আগামী ৩ দিন ধরে উত্তরবঙ্গে চলবে ছবির শুটিং।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উইনডোজের নতুন ছবি ও ভূতের ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছিল একরকম ভূতূড়ে কায়দায়।
  • ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, কাঞ্চন মল্লিকসহ আরও অনেকে।
  • পরিচালক মজা করে বললেন , "মাঝেমধ্যে ভূত দেখা দিচ্ছে আরকি! যখনই কুয়াশা নেমে এলেই ভূতেরা বেরিয়ে আসছে।
Advertisement