shono
Advertisement
Sholay-Dharmendra-Amitabh

কেবিসির মঞ্চে ধর্মেন্দ্রর 'ইক্কিশ' ছবির প্রচার, 'শোলে' স্মৃতিতে বুঁদ হয়ে 'বীরু'র জন্য মনখারাপ 'জয়' অমিতাভের

এক লহমায় অমিতাভ যেন ফিরে গেলেন 'শোলে' ছবির শুটিংয়ের দিনগুলিতে।
Published By: Arani BhattacharyaPosted: 08:13 PM Dec 31, 2025Updated: 08:19 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা পর্দার 'জয়-বীরু'। তাঁদের 'দোস্তি' আজও অকৃত্রিম। কাদের কথা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন? তাঁরা আর কেউ নন, অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর শেষ অভিনীত ছবি 'ইক্কিশ' মুক্তি পাবে নতুন বছরে। জোরকদমে চলেছে সেই ছবির প্রচার। শেষ মুহূর্তে জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে হয়ে গেল 'ইক্কিশ' ছবির আর এক প্রচারপর্ব। তবে এই বিশেষ পর্ব বাকি আর পাঁচটা পর্বের থেকে একবারে আলাদা ছিল। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই বিশেষপর্বের প্রচার ঝলক। মঙ্গলবার রাতেই সেই বিশেষ পর্বের সম্প্রচার হবে। শোয়ের সঞ্চালক তথা কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর বন্ধু 'বীরু' অর্থাৎ ধর্মেন্দ্রর স্মৃতিচারণায় বুঁদ হলেন। ফিরে গেলেন শোলে ছবির শুটিংয়ের দিনগুলিতে।

Advertisement

শুধু তাই নয়, আসা প্রচার ঝলকে দেখা যায় ধর্মেন্দ্রর স্মৃতিচারণা করে তাঁর শেষ ছবি 'ইক্কিশ' নিয়ে অমিতাভ বলেন, 'ইক্কিশ ছবি আমাদের প্রত্যেকের কাছে বহুমূল্য এক সম্পদ। একজন মানুষ যিনি জীবনের শেষ অবধি শুধু শিল্পসাধনা করে গিয়েছেন। তিনি আর কেউ নন, আমার বন্ধু ধর্মেন্দ্র। শুধুই আমার বন্ধু নন তিনি আমার পরিবারেরও একজন। ধর্মেন্দ্র শুধুই একজন মানুষ নন তিনি একটা অনুভূতি। আর অনুভূতি কখনও নিঃশেষ হয় না। তা সারা জীবন সঙ্গে থাকে।'

 

এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন ছবির টিমের তরফে পরিচালক শ্রীরাম রাঘবন। ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন "আমি সত্যিই ধন্য যে, ওনার মতো একজন শিল্পীর সঙ্গে আমি কাজ করতে পেরেছি। আমার ছবিই তাঁর জীবনের শেষ ছবি।" এখানেই শেষ নয়, ছবির আর এক অভিনেতা জয়দীপ অহলওয়াট নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে বলেন, "কখনও মনে হয়নি যে আমি একজন এত বড় মাপের অভিনেতার সঙ্গে কাজ করছি। শুটিং ফ্লোরে এসে তিনি সকলের সঙ্গে কি অনায়াসে মিশে যেতেন।" 'ইক্কিশ' টিমের সঙ্গে আলাপচারিতার মাঝেই ধর্মেন্দ্রর সঙ্গে 'শোলে' ছবির নানা মুহূর্তের স্মৃতিতে ডুব দেন শাহেনশাও। উল্লেখ্য, এই বিশেষ পর্বে উপস্থিত থাকবেন পরিচালক শ্রীরাম রাঘবন, জয়দীপ অহলওয়াট ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।
  • তাঁর শেষ অভিনীত ছবি 'ইক্কিশ' মুক্তি পাবে নতুন বছরে। জোরকদমে চলেছে সেই ছবির প্রচার।
  • শেষ মুহূর্তে জনপ্রিয় রিয়ালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে হয়ে গেল 'ইক্কিশ' ছবির আর এক প্রচারপর্ব।
Advertisement