shono
Advertisement
Edin Rose

জীবন আসলে অনিশ্চিত! আকস্মিক অসুস্থতায় মঞ্চের বদলে হাসপাতালে 'বিগ বস' প্রতিযোগী

কী হয়েছে 'বিগ বস' প্রতিযোগীর?
Published By: Sayani SenPosted: 01:16 PM May 18, 2025Updated: 01:16 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজাইনার পোশাক তৈরি করে ফেলেছেন। কেশসজ্জাও হয়ে গিয়েছে। মেকআপও সারা। পুরষ্কার বিতরণীর মঞ্চে অনুষ্ঠান করতে আর ওঠা হল না। পরিবর্তে হাসপাতালই ঠিকানা 'বিগ বস' প্রতিযোগী এডিন রোজের। জীবন সত্যিই অনিশ্চিত, হাসপাতালের বেডে শুয়ে সোশাল মিডিয়ায় লিখলেন তিনি।

Advertisement

এডিন রোজের 'জি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে পারফর্ম করার কথা ছিল। শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি প্রায় শেষের পথে। পোশাক, মেকআপ, কেশসজ্জা সারা। তারই মাঝে আচমকা অসুস্থবোধ করেন 'বিগ বস' প্রতিযোগী। তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি। সোশাল মিডিয়ায় রোজ লেখেন, "আমি জি অ্যাওয়ার্ডসের জন্য তৈরি হচ্ছে। পোশাক, কেশসসজ্জা, মেকআপ, গয়নাগাটি প্রস্তুত। ঘণ্টাখানেক আগে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হলাম। জীবন সত্যি অনিশ্চিত। যাই হোক, কিছুদিনের জন্য বিরতি নিতে হবে। প্রার্থনা করবেন।" কী হয়েছে 'বিগ বস' প্রতিযোগীর তা অবশ্য জানা যায়নি।

'জি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চ মাতান কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে, টাইগার শ্রফ, রশ্মিকা। তবে শারীরিক অসুস্থতার জন্য বাধ্য হয়ে এডিন রোজ 'জি অ্যাওয়ার্ডস' অনুষ্ঠান থেকে বাদ পড়েন। চলুন একনজরে দেখে নেওয়া যাক 'জি অ্যাওয়ার্ডস' পেলেন কারা।

সেরা সিনেমাটোগ্রাফি: লাপাতা লেডিজ
সেরা ভিএফএক্স: মুন্জ
এক্সপার্ট কস্টিউম ডিজাইন: দর্শন ঝালান (লাপাতা লেডিজ)
সেরা প্রোডাকশন ডিজাইন: অমর সিং চমকিলা
সেরা গীতিকার: ইরশাদ কামিল (অমর সিং চমকিলা)
সেরা এডিটিং: আরতি বাজাজ (অমর সিং চমকিলা)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক: সন্দীপ শিরোদকার (ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: কিংশুক মোরান (স্ত্রী ২)
সেরা গান: শচীন জিগার (স্ত্রী ২)
সেরা ছবি: স্ত্রী ২
সেরা অভিনেত্রী: শ্রদ্ধা কাপুর (স্ত্রী ২)
সেরা অভিনেতা: কার্তিক আরিয়ান (ভুলভুলাইয়া ৩)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আকস্মিক অসুস্থতায় মঞ্চের বদলে হাসপাতালে 'বিগ বস' প্রতিযোগী।
  • হাসপাতালই ঠিকানা 'বিগ বস' প্রতিযোগী এডিন রোজের।
  • জীবন সত্যিই অনিশ্চিত, হাসপাতালের বেডে শুয়ে সোশাল মিডিয়ায় লিখলেন তিনি।
Advertisement