shono
Advertisement

Breaking News

Rukmini Maitra

হাসপাতালে রুক্মিণী, বিনোদিনী বললেন 'লড়ে যাচ্ছি', আচমকা কী হল অভিনেত্রীর?

রুক্মিণীর হাতে স্যালাইনের চ্যানেল, হাসপাতাল থেকে কী জানালেন অভিনেত্রী?
Published By: Sandipta BhanjaPosted: 01:40 PM Feb 09, 2025Updated: 01:40 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। দিন কয়েক আগেই জানা গিয়েছিল যে, তিনি প্রচণ্ড জ্বরে ভুগছেন। তবে তার পরেও কিন্তু কাজ থামিয়ে রাখেননি। 'বিনোদিনী'র (Binodinii) জন্য হল ভিজিটের পাশাপাশি 'খাদান'-এর সাকসেস পার্টিতেও স্বমহিমায় ধরা দিয়েছেন অভিনেত্রীকে। তবে রবিবাসরীয় সকালে রুক্মিণীর একটি পোস্টেই কপালে ভাঁজ অনুরাগীদের। হাসপাতালে ভর্তি অভিনেত্রী। আচমকাই কী হল তাঁর?

Advertisement

রুক্মিণীর শেয়ার করা ছবিতে দেখা গেল, তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। হাতে স্যালাইন চলছে। পাশাপাশি ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, "হাল ছাড়িনি, এখনও লড়ে যাচ্ছি।" রুক্মিণীর সেই ছবি শেয়ার করে 'বিনোদিনী' পরিচালক রামকমল মুখোপাধ্যায় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, "তুমি প্রকৃতঅর্থে একজন যোদ্ধা রুক্মিণী। মনে আছে, আমাদের সিনেমার সেই সংলাপটা- এই জেদটা কোনওদিন ছাড়িস নে...।" পরিচালকের পোস্টেও অনেকে বিনোদিনীর আরোগ্য কামনা করেছেন। কিন্তু জ্বরে পড়ে এমন কী হল, যার জেরে অভিনেত্রীকে সোজা হাসপাতালে ভর্তি হতে হয়েছে?

জানা গিয়েছে, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল। শারীরিক অসুস্থতার জেরেই সম্প্রতি 'খাদান'-এর সাকসেস পার্টিতে দেরিতে এসেছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি হয় অভিনেত্রীকে। প্রসঙ্গত, বিগত ৪০ দিন ধরে 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান' নিয়ে ময়দানে লড়ে যাচ্ছেন অভিনেত্রী। শহরের বিভিন্ন প্রান্তে টিমের সঙ্গে জোরদার প্রচার চালিয়েছেন। রিলিজের পর যখন দর্শক, সমালোচকরা মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন, তখনও কিন্তু বিশ্রাম নেননি রুক্মিণী। নিত্যদিন কাজের মধ্যে ডুবে থেকেছেন। একটানা এহেন শারীরিক ধকলের জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। শনিবার রাতে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের অসুস্থতার সেই খবরই ভাগ করে নিলেন তিনি। এদিকে রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন। অনেকে সোশাল মিডিয়ায় পর্দার 'বিনোদিনী'র দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রুক্মিণীর শেয়ার করা ছবিতে দেখা গেল, তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। হাতে স্যালাইন চলছে।
  • ক্যাপশনে অভিনেত্রী জানিয়েছেন, "হাল ছাড়িনি, এখনও লড়ে যাচ্ছি।"
  • শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
Advertisement