shono
Advertisement

স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ববি ডার্লিং, কারণটা জানেন?

স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনতার অভিযোগ ববির। The post স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ববি ডার্লিং, কারণটা জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:32 PM Sep 04, 2017Updated: 05:12 PM Sep 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দেড় বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ আনলেন ববি ডার্লিং। বিচ্ছেদের আরজি জানিয়ে দায়ের করলেন মামলা। স্বামীর বিরুদ্ধে পণের জন্য মারধরের অভিযোগ এনেছেন ববি। এনেছেন বিকৃত যৌনতার অভিযোগও।

Advertisement

সম্প্রতি স্বামী রমনিক শর্মার বিরুদ্ধে নিজের অভিযোগ নিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হন ববি। পুলিশকে বলিউড ও রিয়্যালিটি শোয়ের তারকা জানান, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী তাঁর উপর অকথ্য অত্যাচার চালাত। রীতিমতো বন্দি করে রাখা হয়েছিল তাঁকে। মদ খেয়ে রোজই তাঁকে মারধর করত রমনিক। নিজের বিকৃত যৌনতার লালসাও মেটাত। জোর করে ববির মুম্বইয়ের ফ্ল্যাট দু’জনের নামে করিয়ে নেয় সে। এমনকী, ভোপালে যে পেন্টহাউস কেনা হয়েছিল এবং ববির কেনা দামি গাড়িটিও দু’জনের নামে করিয়ে নেয়। রমনিকের দাবি ছিল অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ববির। এই জন্য ২৪ ঘণ্টা তাঁর উপর নজর রাখত। এমনকী বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীকে টাকা দিয়ে ববির উপর নজর রাখতে বলেছিল রমনিক। যাতে তিনি পালাতে না পারেন।

[কঙ্গনার মাত্রাছাড়া আক্রমণ, হৃতিকের ঢাল হয়ে হাজির ‘প্রাক্তন’ সুজান]

পরিস্থিতি এমনটাই হয়ে গিয়েছিল। রমনিককে দেখেই নাকি ভয়ে ঘরের মধ্যে প্রস্রাব পর্যন্ত করে দিয়েছিলেন ববি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের মনে সাহস সঞ্চয় করেন তিনি। রমনিক কোনও কাজে বাইরে গিয়েছিল। তখনই ফোন খুঁজে অ্যাপ ক্যাব বুক করেন ববি। ড্রাইভারকে আবাসনেরই অন্য ফ্ল্যাটের ঠিকানা দেন যাতে নিরাপত্তারক্ষী কিছু আঁচ করতে না পারে। দু’টি স্যুটকেসে নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেন। তারপর ক্যাবে করেই এয়ারপোর্ট পৌঁছে যান। রমনিক যাতে তাঁর খোঁজ না পায় এর জন্য প্রায় আট ঘণ্টা নিজের মোবাইল বন্ধ করে বিমানবন্দরের শৌচালয়ে লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ববি। দিল্লি এসেই সোজা পুলিশের কাছে ঘরোয়া হিংসা, পণের জন্য নির্যাতনের অভিযোগ জানান তিনি।

২০১৫ সালে ব্যাংককে লিঙ্গ পরিবর্তন করান ববি ডার্লিং। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন ভোপালের ব্যবসায়ী রমনিককে। বিচ্ছেদ চাইলেন প্রায় দেড় বছরের মাথাতেই। মিউচুয়াল ডিভোর্সই চান ববি। তবে নিজের যাবতীয় সম্পত্তি ফেরত পেয়ে তবেই বিচ্ছেদে সায় দেবেন বলে জানিয়েছেন তিনি।

[জানেন, প্রেম নিবেদন করতে গিয়ে কী হাল হয়েছিল নওয়াজের?]

The post স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ ববি ডার্লিং, কারণটা জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার