সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার সময় মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হন বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহি (Nora Fatehi)। মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্ত। মুম্বই পুলিশসূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টে নাগাদ এক মদ্যপ চালক অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন। তবে নোরার কোনও আঘাত লাগেনি। তবে তা সত্বেও অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে, কেমন আছেন বলিউডের মডেল-অভিনেত্রী? কেমন আছেন অভিনেত্রী? এবার সোশাল মিডিয়ায় নিজেই জানালেন নোরা।
এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও করে নোরা বলেন, "আমি আপনাদের সকলকে বলতে চাই আমি ভালো আছি, সুস্থ আছি। আমি সত্যিই একটা গুরুতর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একজন মদ্যপ ব্যক্তি আমার গাড়িতে এসে সজোরে ধাক্কা মারে। আমার গাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হয়। আমার মাথায় কিছুটা চোট লেগেছিল। সামান্য কিছু চোট ছাড়া আমার সেভাবে আর কোনও ক্ষতি হয়নি। আমি বেঁচে আছি। এটা মারাত্মক দুর্ঘটনার আঁকার নিলেও নিতে পারত। বরাতজোরে রক্ষ পেয়েছি। আমি এরপর সবাইকে একটাই কথা বলতে চাই দয়া করে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না।"
দুর্ঘটনার পরে ডাক্তার নোরাকে বিশ্রামের পরামর্শ দেন বলে জানা গিয়েছে। যদিও সেই পরামর্শ উপেক্ষা করে সানবার্ন উৎসবের মঞ্চ মাতানোর সিদ্ধান্ত নেন অভিনেত্রী। দুর্ঘটনার ধাক্কা সামলেও বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার সঙ্গে মিলে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সাধারণত গোয়ায় সানবার্ন অনুষ্ঠান হয়। এই বছর মুম্বইয়ে হচ্ছে এই অনুষ্ঠান। ১৯ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের এই উৎসব শেষ হবে আজ ২১ ডিসেম্বর। ২০০৭ সালে প্রথমবার শুরু হয় সানবার্ন। প্রথম কিছু বছর টানা গোয়ার ভাগাতোরে এই অনুষ্ঠান হয়। এরপরে এই অনুষ্ঠানের স্থান পরিবর্তন হয়। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত পুনেতে এই অনুষ্ঠানের আয়জন করা হয়। যদিও এর পরে ফের গোয়ায় ফিরে সানবার্ন। এই বছরের সংস্করণ আয়োজিত হয়েছে মুম্বইয়ে। যদিও, সাম্প্রতিক বছরগুলিতে, এই উৎসবের জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সমস্যাও।
