shono
Advertisement
Entertainment News

'অনলাইনে জনপ্রিয় ভিডিওই দাম্পত্যসুখ নয়', সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা শ্রীনন্দার

২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
Published By: Sucheta SenguptaPosted: 09:57 PM Dec 21, 2025Updated: 10:08 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে ফের সেলেব জগতে বিচ্ছেদ সংবাদ। নিজের বিবাহবিচ্ছেদের খবর জানালেন জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। রবিবার নিজের ফেসবুক পোস্টে একথা ঘোষণা করেছেন তিনি। অনুরাগীদের কাছে শ্রীনন্দার অনুরোধ, এমন সময় তাঁদের ব্যক্তিগত পরিসরকে নিভৃত রাখা হোক। এও স্পষ্ট জানিয়েছেন, বিচ্ছেদ নিয়ে কাটাছেঁড়া হতেই পারে, কিন্তু বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেবেন না তিনি বা তাঁর সদ্য প্রাক্তন স্বামী জেভ অথবা সেলিব্রিটি মা তনুশ্রী শঙ্কর। কী কারণে বিচ্ছেদ, তা স্পষ্ট করে না জানালেও শ্রীনন্দার পোস্টে চাপা পড়ে থাকেনি ঘর ভাঙার বেদনা। লিখেছেন, অনলাইনে জনপ্রিয় ভিডিওগুলোই দাম্পত্যসুখ বা দাম্পত্যের রসায়নের সবটা ধরা পড়ে না।

Advertisement

বিবাহবিচ্ছেদ ঘোষণা করে শ্রীনন্দার ফেসবুক পোস্ট।

উদয় শঙ্কর, মমতা শঙ্করদের উত্তরসূরি হিসেবে নিজেকে নৃত্য জগতে সুপ্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। সেইসঙ্গে তিনি মডেলিং এবং অভিনয় জগতেও নিজের দক্ষতা দেখিয়েছেন। ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি - দুই মতেই বিয়ের অনুষ্ঠান হয়। তাঁরা পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকেন। এক কন্যাও রয়েছে শ্রীনন্দা-জেভের। দিন কয়েক আগে পর্যন্তও সুখী দাম্পত্যের ছবি উঠে এসেছিল শ্রীনন্দার সোশাল মিডিয়ায়। একবিন্দু বোঝা যায়নি যে উভয়ের সম্পর্কে ভাঙাগড়া চলছে।

শ্রীনন্দার স্বামী জেভ সাতারাওয়ালা। ছবি: ফেসবুক।

তবে ভারচুয়াল জগৎ থেকে সরে রুক্ষ্ম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এবার ক্রিসমাসের আগে নিজের বিয়ে ভাঙার কথা ঘোষণা করলেন শ্রীনন্দা শঙ্কর। জানালেন, তাঁরা আলাদা হচ্ছেন। বিবাহিত জীবন নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। বিচ্ছেদের সিদ্ধান্ত উভয়ের। এনিয়ে আর কোনও প্রতিক্রিয়া তাঁরা দেবেন না। তাঁর সেলিব্রিটি নৃত্যশিল্পী মা তনুশ্রী শঙ্করকেও যাতে এ নিয়ে কোনও প্রশ্নের মুখে না পড়তে হয়, সেই আবেদনও জানিয়েছেন শ্রীনন্দা। সোশাল মিডিয়ায় তাঁর অনুরাগী সংখ্যা নেহাৎ কম নয়। আর তাঁদের উদ্দেশে একাধিকবার তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। এও জানিয়েছেন, এই মুহূর্তে সমর্থন তাঁর বেশি দরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সোশাল মিডিয়ায় বিচ্ছেদ ঘোষণা নৃত্যশিল্পী-অভিনেত্রী শ্রীনন্দা শঙ্করের।
  • ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর।
  • শ্রীনন্দা জানিয়েছেন, এবিষয়ে আর কোনও প্রতিক্রিয়া দেবেন না তিনি, তাঁর স্বামী বা তাঁর মা।
Advertisement