সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুপম খের তাঁর সোশাল মিডিয়া পেজে মাঝে মধ্যেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাতে যেমন থাকে অভিনেতার সুচিন্তিত মতামত তেমনি জায়গা করে নেয় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতার মজাদার উক্তি। এবার তেমনি একটি ঘটনার কথা জানিয়েছেন তিনি নিজেই। বর্তমানে অভিনেতা জার্মানিতে রয়েছেন । সেখানে রাস্তায় ঘুরে বেড়ানোর সময় বিচিত্র অভিজ্ঞতা হয়েছে তাঁর? কী এমন ঘটেছে অভিনেতার সঙ্গে?
জার্মানির রাস্তায় ঘুরে বেড়ানোর সময় এক পথশিল্পীর সঙ্গে আলাপ হয় অনুপমের। শিল্পীর গান শুনে তাঁর সঙ্গে গলা মেলাতে দাঁড়িয়ে পড়েন অভিনেতা। গান শেষ হতেই এক ভারতীয় অনুরাগী অনুপমের সঙ্গে ছবি তুলতে হাজির হন। আর তখনই এক মজার ঘটনা ঘটে। বিদেশের মাটিতে অনুপমকে চিনতে পারেননি স্ট্রিট সিঙ্গার। তাঁর পরিচয় জানতে চান। এমনকী তাঁকে জনপ্রিয় গায়ক বলে ভুল করেন ওই পথশিল্পী। নিজের সোশাল মিডিয়ায় সেই প্রসঙ্গ টেনে অভিনেতা লিখেছেন, 'ছবি তোলার ঘটনা দেখার পর তিনি জানতে চান, আমি কোনও বিখ্যাত গায়ক কিনা, যার অনুরাগীও রয়েছে।' পাশাপাশি মজার ছলে অভিনেতা লিখেছেন, 'আমি নিশ্চিত তিনি ভেবেছেন যে এত খারাপ গায়কের কীভাবে অনুরাগী থাকতে পারে!' এভাবেই মিউনিখের রাস্তার মজাদার ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, অনুপম খেরকে আগামিদিনে 'তনভি:দ্য গ্রেট' ছবিতে দেখা যাবে। ছবিটি তিনি নিজেই পরিচালনা করছেন। 'ওম জয় জগদীশ' ছবির ২২ বছর পর আবার ছবি পরিচালনায় হাত দেবেন অনুপম। এই ছবিতে 'দ্য গেমস অফ থ্রোনস' খ্যাত লেইন গ্লেনকে অভিনয় করতে দেখা যাবে।