shono
Advertisement
Kangana Ranaut

'যুদ্ধ নয়, অজ্ঞতাই ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করবে', কেন রেগে গেলেন কঙ্গনা?

সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের 'দুরবস্থা' নিয়ে সুর চড়ালেন তিনি।
Published By: Sayani SenPosted: 01:00 PM May 12, 2025Updated: 01:06 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাউকে কিছু বলার হলে দু'বার ভাবেন না। অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা। চাঁচাছোলা ভাষায় নিজের মতামত স্পষ্টভাবে জানান। সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের 'দুরবস্থা' নিয়ে সুর চড়ালেন তিনি।

Advertisement

সম্প্রতি কঙ্গনা সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও রি-পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে বেশ কয়েকজন কিশোরীর মাঝে দাঁড়িয়ে সঞ্চালিকা প্রশ্ন করছেন। তিনি জিজ্ঞাসা করেন, আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কী? একজন উত্তরে বলছে, "আমি ভুল গিয়েছি।" আবার আরেকজনের অবস্থা আরও ভয়ংকর। সে বলছে, "এখন বোধহয় কোনও পুরুষ রাষ্ট্রপতি রয়েছেন।" আরও এক কিশোরীর তো দ্রৌপদী মুর্মুর নাম বলতে গিয়ে যেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিছুতেই সঠিক জবাব দিতে পারছে না সে। উত্তরে বলছে, "মুরুনালি, আমি জানি না। মুরুনু বা এরকমই কিছু হবে।" আরেকজন ভুল করে বলে, "রামনাথ কোবিন্দ।" আরও একজন বলেন, "জওহরলাল নেহরু, তিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।" এরপর সঞ্চালিকা আর বেশি কিছু বলেননি।

ওই ভিডিও দেখে রেগে কাঁই কঙ্গনা। সোশাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, "যুদ্ধ নয়, অজ্ঞতাই আমাদের পরবর্তী প্রজন্মকে শেষ করবে।" বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার শিকার হন মূলত পর্যটকরা। প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পালটা অপারেশন সিঁদুর ভারতের। প্রত্যাঘাতে পাকিস্তানেরও ক্ষয়ক্ষতি হয়েছে ভালোই। রবিবার সাংবাদিক সম্মেলন করে ক্ষয়ক্ষতির খতিয়ান দিয়েছে ভারতীয় সেনা। যদিও বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। আবার এদিকে কঙ্গনা আর শুধু অভিনেত্রী নেই। মাণ্ডির বিজেপি সাংসদও। তাই ভারত-পাকিস্তান অশান্তি আবহে তাঁর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাউকে কিছু বলার হলে দু'বার ভাবেন না। অভিনেত্রী কঙ্গনা রানাউত বরাবরই ঠোঁটকাটা।
  • চাঁচাছোলা ভাষায় নিজের মতামত স্পষ্টভাবে জানান।
  • সোশাল মিডিয়ায় এবার আগামী প্রজন্মের 'দুরবস্থা' নিয়ে সুর চড়ালেন তিনি।
Advertisement