সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের দূত হিসেবে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ভারতের মাটিতে ফুটবল জগতের নক্ষত্র তথা ইউনিসেফের শুভেচ্ছাদূত ডেভিড বেকহ্যামকে স্বাগত জানান। বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে এই দুই তারকাই নিজেদের পরিচিত সাফল্যকে পাথেয় করে এগিয়ে গিয়েছেন। আয়ুষ্মান ও ডেভিড বেকহ্যাম, দুই তারকাই স্ব স্ব-ক্ষেত্রে সফল এবং দু'জনই বিপুল জনপ্রিয়তার অধিকারী। তাঁদের অনুরাগীর সংখ্যাও কম নয়। কিন্তু ভারতভূমে তাঁদের সাক্ষাতের পর তাঁরা তাঁদের সেই তারকাসুলভ আচরণ সরিয়ে রেখে শুধুই সমাজ ও মানুষের কথা বলেন।
দু'জনেই দীর্ঘদিন ধরে ভেবেছেন সমাজের বিভিন্নস্তরের মানুষ ও শিশুদের মানুষের কথা। ভেবেছেন শিশুদের ভবিষ্যতের কথাও। এবারেও তার অন্যথা হল না। বেকহ্যামকে ভারতের মাটিতে স্বাগত জানিয়ে আগামীর পরিকল্পনাই যেন সারেন তাঁরা। আলোচনায় উঠে আসে শিশুদের প্রসঙ্গ। তারা যাতে স্বপ্ন দেখতে পারে, আগামীতে শিখতে পারে, শিক্ষার আলো পায় সেই বিষয় তো বটেই একইসঙ্গে সমাজের নানা বিষয়ের উন্নতি নিয়ে এদিন বার্তালাপ হয় দু'জনের।
ভারত সফরে এসে প্রাক্তন ইংরেজ ফুটবল অধিনায়ক বিশাখাপত্তনমের একটি স্কুল পরিদর্শন করেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। তিনি বলেন, "ডেভিড বেকহ্যাম (David Beckham)এমন একজন মানুষ যিনি মানুষের কথা ভাবেন। নেতৃত্ব দিয়ে মানুষের পথপ্রদর্শক হওয়ার সমস্ত যোগ্যতাই তাঁর মধ্যে আছে। তিনি এমন একজন মানুষ যিনি এদেশের কথা ভেবেছেন। এটা সবসময়ই ভালো লাগার একটি বিষয়। সত্যিই ভারতের প্রতি বেকহ্যামের ভালোবাসা এবং প্রতিশ্রুতি দেখে অবিশ্বাস্য লাগে। তিনি ভারতের প্রকৃত বন্ধু। তাঁর এই প্রচেষ্টার জন্য আমি তাঁর গভীর ভাবে কৃতজ্ঞ।"
বেকহ্যাম এবং আয়ুষ্মান দুজনেই মানুষের পাশে থাকার ভালোবাসার মর্মে বিশ্বাসী। তাঁদের সাক্ষাতের পর তা যেন আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। মানুষের কথা শোনা, শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা, তাদের জন্য কাজ করা এবং তাঁদের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়েই আগামী সুন্দর হওয়ার বার্তাই যেন দিলেন তাঁরা।
