shono
Advertisement
The Great Indian Kapil Show

ভাংড়া-আড্ডায় কপিলের শো মাতালেন জেমি-হরমনরা, নেই শুধু স্মৃতি, বিয়ে ভাঙায় এখনও মনখারাপ?

বাইশ গজের মাঠে যাঁরা ঝড় তোলেন, তাঁরা ভাংরাও জমিয়ে নাচেন। দেখুন শোয়ের প্রোমো।
Published By: Sandipta BhanjaPosted: 03:29 PM Dec 25, 2025Updated: 03:29 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেবদের হাঁড়ির খবর বের করতে কপিল শর্মার জুড়ি মেলা যে ভার, সেকথা কারও অজানা নয়! তাঁদের জীবনশৈলী থেকে বেডরুম সিক্রেট, সবেতেই নজর সঞ্চালকের। কপিলের কাউচ আর ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণের থেকে এযাবৎকাল ছাড় পাননি তাবড় তারকারাও। এবার 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' মাতাতে হাজির 'উইমেন ইন ব্লু'। মহিলাদের উপস্থিত ছিলেন বিশ্বজয়ের নেপথ্যের কারিগর অমল মজুমদারও। তবে জেমি-হরমনরা এলেও দেখা গেল না সহ-অধিনায়ক স্মৃতি মন্দানাকে। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিয়ে ভাঙার পর এখনও মনখারাপ স্মৃতির?

Advertisement

ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের সদস্যরা। বিশেষ পর্বে ভারতীয় ক্রিকেট দলের মহিলা বাহিনীকে নিয়ে আড্ডায় মাতলেন কপিল শর্মা। সদ্য ওই বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, জেমাইমা রদ্রিগেজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রেণুকা সিং, হারলিন দেওল-সহ রাধা যাদব, প্রতীকা রাওলরা কপিলের শোয়ে এলেও, আসেননি স্মৃতি মন্দানা। এর আগে অমিতাভ বচ্চনের কেবিসিতেও জেমিদের গোটা টিম হাজির থাকলেও গরহাজির ছিলেন স্মৃতি। এই নিয়ে দ্বিতীয়বার বিনোদুনিয়ার রিয়ালিটি শোয়ের আমন্ত্রণ ফেরালেন স্মৃতি। তবে টিমের সহ-অধিনায়ক না এলেও বন্ধুরা কিন্তু কপিলের শোয়ে স্মৃতির কথা উল্লেখ করতে ভুললেন না।

প্রোমোয় দেখা গেল, ভাংরা নেচে-গেয়ে কপিলের সঙ্গে আড্ডায় মশগুল জেমিরা। বিশ্বকাপ জিতে হরমনপ্রীত যে মাঠে ভাংরা নৃত্যশৈলী দেখিয়েছিলেন, কপিল সেকথা উল্লেখ করায় হরমন জানালেন, স্মৃতি মন্দানাই তাঁকে ভাংরা নাচে ইন্ধন জুগিয়েছিলেন। প্রোমো দেখে অনুরাগীরা বলছেন, 'বাইশ গজের মাঠে যাঁরা ঝড় তোলেন, তাঁরা ভাংরাও জমিয়ে নাচেন।' কথোপকথনের মাঝে জেমাইমা জানালেন, "হ্যারি দিদি তো আমাদের কথা শোনেই না, তবে স্মৃতিই বলেছিল যে ভাংরা না নাচলে কিন্তু আমি সারাজীবন তোমার সঙ্গে কথা বলব না।" অনুপস্থিত থেকেও এভাবেই কপিলের শোয়ে জুড়ে রইলেন স্মৃতি মন্দানা। তবে শোয়ে মান-অভিমানের ঝলকও দেখা গেল। চোট লাগা নিয়ে কপিল প্রতীকাকে প্রশ্ন ছোড়ায়, খানিক বিরক্ত হন তিনি। পরিস্থিতি ঠান্ডা করতে অবশ্য তৎক্ষণাৎ কপিল শর্মা বলেন, "আরে রাগ করছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম।" 'উইমেন ইন ব্লু'র সঙ্গে এভাবেই জমে উঠেছিল কপিল শর্মার আড্ডা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' মাতাতে হাজির 'উইমেন ইন ব্লু'।
  • তবে জেমি-হরমনরা এলেও দেখা গেল না সহ-অধিনায়ক স্মৃতি মন্দানাকে।
  • সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি বিয়ে ভাঙার পর এখনও মনখারাপ স্মৃতির?
Advertisement