shono
Advertisement
Celeb On Virat Kohli Test Retirement

'বিদায় বিরাট রাজা, ঈশ্বর মঙ্গল করুন', কিং কোহলির অবসরে মন ভার বলিউড-টলিউডের

'ঠিক সময়ে রাজার মতো বিদায়', মত তারকাদের। বিরাটস্তুতি করে কে কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 08:19 PM May 12, 2025Updated: 08:19 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে ‘আলবিদা’ বিরাট কোহলির (Virat Kohli Retirement)। স্বাভাবিকভাবেই কিং কোহলির অবসরের ঘোষণায় অশ্রুসজল আসমুদ্রহিমাচলের ক্রিকেট ভক্তরা। ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদেরও মন ভেঙেছে বিরাটের ‘বিরাট ঘোষণা’য়।

Advertisement

বলিউড অভিনেতা তথা লোকেশ রাহুলের শ্বশুর সুনীল শেট্টি লিখেছেন, 'বিরাট, তুমি কেবল টেস্ট ক্রিকেট খেলোনি। এটাতেই বেঁচে ছিলে। আগুনে শ্বাসপ্রশ্বাসের সঙ্গে তুমি এটিকে সম্মানিত করেছ। তোমার আবেগকে বর্মের মতো কাজে লাগিয়েছিলে।' বিরাটের অবসর নেওয়ার ঘোষণায় রণবীর সিংয়ের মন্তব্য, 'তুমি তো লাখে একজন। রাজার বিদায়।' বিরাটের প্রতিবেশী ভিকি কৌশলের মন্তব্য, তোমার এই জার্নি অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণামূলক। তুমি তোমার মতো করে খেলে গিয়েছো। তোমাকে সত্যিই মিস করব। প্রকাশ রাজ লিখলেন, 'অজস্র সুখস্মৃতির জন্য অসংখ্য ধন্যবাদ কিং।'

বিরাটের অবর্তমানে ভারতীয় ক্রিকেটের টেস্ট ফরম্যাটে কতটা পরিবর্তন কিংবা ক্ষতি হবে? সেই হিসেব নিকেশ কষলেন বরুন ধাওয়ান। আর ভারাক্রান্ত মনে নেহা ধুপিয়ার মন্তব্য, বিরাট বিদায়ের এই আবেগ একেবারেই আমার ব্যক্তিগত। অভিনেত্রী স্বামী অঙ্গদ বেদির সঙ্গে বিরাটের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিষাণ সিং বেদির ছেলে হওয়ায় ক্রিকেটদুনিয়ার সব খবর তার নখদর্পণে। প্রিয় চিকুর জন্য অঙ্গদের আবেগঘন পোস্ট, 'কত স্মৃতি, কত চোখের জল... ঘাম আর রক্ত তুমি ঝরিয়েছ এই ময়দানে। এই লেখাটা লেখার সময়ে আমার গলায় শব্দগুলো দলা পাকিয়ে আসছে। তবে তুমি কিন্তু তোমার উত্তরাধিকার হওয়ার জন্য প্রতিযোগিতা আরও বাড়িয়ে দিলে। তোমাকে ব্যক্তিগতভাবে চেনাজানার সুযোগ পেয়ে এবং তোমার কেরিয়ার এত কাছ থেকে অনুসরণ করতে পেরে খুব ভালো লাগছে। ঈশ্বর রাজার মঙ্গল করুন।'

বিরাটের সিদ্ধান্তে মিস করার কথা জানিয়েছেন গায়ক তথা অভিনেতা হার্ডি সান্ধু, সায়ামি খেররাও। অপরীক্ষিত খুরানার মন্তব্য, 'এই যুগে জন্মে বিরাটের প্রতিটা খেলার সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।' নকুল মেহতা বলছেন, 'বড্ড দ্রুত সিদ্ধান্তটা নিয়ে ফেললেন না বিরাট!'

ক্রিকেটপোকা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, 'যা কিছু নেই, নাই বা হল সব পাওয়া, না পাওয়ার রং নাও তুমি, আগামীর রঙ নাও তুমি। বিদায় বিরাট। সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ।' খরাজ মুখোপাধ্যায়ের মন্তব্য, "বিরাট তো শুধু আর নেহাতই একজন ক্রিকেটার নন, বিরাট একজন হিরো। কোহলি খেলতে নামলেই ওকে নিয়ে প্রত্যাশা থাকে সকলের। যে কোনও কারণেই হোক উনি অবসর নিলেন, তবে একটা বিষয় ভালো লাগল একজন ক্রিকেটার সৎ ভাবে, সঠিক সময়ে সরে গেলেন।" বনি সেনগুপ্ত যিনি নিজেও সেলেব্রিটি ক্রিকেট লিগ খেলেন, তিনি বলছেন, "রোহিত শর্মা সরে গেলেন টেস্ট ক্রিকেট থেকে, আর এবার বিরাট কোহলি। সামনেই ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ, আর এঁরা একে একে বিদায় নিলেন, কবে আবার এমন কিংবদন্তী খেলোয়াড় পাব? জানি না। খুবই দুঃখজনক ওঁর এই সিদ্ধান্ত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরাটের প্রতিবেশী ভিকি কৌশলের মন্তব্য, তোমার এই জার্নি অবিশ্বাস্যভাবে অনুপ্রেরণামূলক।'
  • প্রিয় চিকুর জন্য অঙ্গদের আবেগঘন পোস্ট, 'কত স্মৃতি, কত চোখের জল... ঘাম আর রক্ত তুমি ঝরিয়েছ এই ময়দানে।'
  • অপরীক্ষিত খুরানার মন্তব্য, 'এই যুগে জন্মে বিরাটের প্রতিটা খেলার সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি।'
Advertisement