সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মৃতি মন্ধানা ও পলাশ মুছলের বিয়ে আপাতত স্থগিত। আদৌ বিয়ে হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, পলাশের বিরুদ্ধে চিটিংয়ের অভিযোগ উঠেছে। জানা যায়, বিয়ের ঠিক আগের দিনই এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে পলাশকে। যে কোরিওগ্রাফারের নাম নিয়ে জল্পনা চলছে, সেই নন্দিকা দ্বিবেদী এবার মুখ খুললেন।
নৃত্যশিল্পী হিসাবে বলিউডে যথেষ্ট পরিচিত তিনি। একাধিক বলিউড অভিনেত্রীর সোশাল মিডিয়া ডান্স পার্টনার হিসাবে দেখা গিয়েছে নন্দিকা। বিখ্যাত কোরিওগ্রাফার জুটি বসকো-সিজারের সঙ্গে কাজ করেন তিনি। সেই সূত্রেই স্মৃতির বিয়েতে কোরিওগ্রাফির দায়িত্ব পেয়েছিলেন নন্দিকা এবং গুলনাজ। ‘পালরিতি’র বিয়ে সংক্রান্ত জটিলতায় নিজের নাম জড়ানোর পরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে ফেলেন নন্দিকা।
এবার দীর্ঘ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, 'গত কয়েকদিন ধরে, এমন একটা বিষয়ে আমাকে জল্পনা চলছে, যা অন্যের জন্য খুবই ব্যক্তিগত। বলা হচ্ছে, আমি নাকি অন্যের সম্পর্ক নষ্ট করেছি। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই- এই অভিযোগ একেবারেই সত্যি নয়। আমি যার সঙ্গে জড়িত নই, সেই ধরনের গল্পে নিজের নাম জড়িয়ে পড়া বেদনাদায়ক। আরও কষ্টের বিষয় হল, কোনও সত্যতা ছাড়াই এই ধরনের গল্প ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন মাধ্যমে যেভাবে খবর ছড়িয়ে পড়ছে, তা যে কারও সম্মান নষ্ট হতে পারে।'
তাঁর আরও বক্তব্য, 'দয়া করে বুঝুন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা আমার জন্য কতটা কষ্টকর। আমি আর মিথ্যা অভিযোগে দোষী হতে পারছি না। আমি দেখছি, যারা আমাকে ভালোবাসে, তারা এই ধরনের মিথ্যা খবরে কষ্ট পাচ্ছে। আমার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্থ হয়েছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। পরিবার দুশ্চিন্তা করছে দেখে আমি অ্যাকাউন্ট প্রাইভেট করে দিই। আমার অনুরোধ এই ধরনের গুজব বন্ধ হোক। মুম্বই আসার জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। আমাকে আর এসবের মধ্যে জড়াবেন না। আমার বিশ্বাস একদিন আসল সত্য প্রকাশিত হবে।
উল্লেখ্য, বিয়ের অপর কোরিওগ্রাফার গুলনাজও সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাকে এবং আমার বন্ধু নন্দিকাকে নিয়ে প্রচুর ভুয়ো খবর ছড়াচ্ছে। তাই পরিষ্কার করে বলে দিতে চাই, গোটা ঘটনায় আমাদের কোনও ভূমিকা নেই। কারোওর সঙ্গে একটা ছবি রয়েছে মানেই যে তার ব্যক্তিগত জীবনে আমরা জড়িত, সেটা ভাবার কোনও কারণ নেই। তাই হুট করে কোনও সিদ্ধান্ত নেবেন না।’
